কলেজ ভর্তিতে কাটমানি, প্রতিবাদে পথে নামছে এসএফআই
কলেজ ভর্তির ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগে গত বছর উত্তাল হয় রাজ্য রাজনীতি।
নিজস্ব প্রতিবেদন : কাটমানি ইস্যুতে এবার পথে নামছেন ছাত্ররা। কাটমানি কাণ্ডে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। আগামিকাল কলেজ স্ট্রিট থেকে শুরু হবে মিছিল।
কলেজ ভর্তিতে টাকা নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এই অভিযোগেই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এসএফআই। প্রসঙ্গত, কলেজ ভর্তির ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগে গত বছর উত্তাল হয় রাজ্য রাজনীতি। টাকা নিয়ে কলেজে ভর্তি করার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদ। সেই অভিযোগকে হাতিয়ার করেই এবার কাটমানি ইস্যুতে ময়দানে নামছে বাম ছাত্র সংগঠন।
আরও পড়ুন, গোবরডাঙায় কাউন্সিলরের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগে পোস্টার
অন্যদিকে, কাটমানি কাণ্ডে ১ জুলাই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। পরদিন ২ জুলাই হাজরা মোড়ে সভারও ডাক দিয়েছে গেরুয়া বাহিনী। দলীয় নেতৃত্বকে তৃণমূল সুপ্রিমো কাটমানি নিয়ে থাকলে, তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কাটমানি নেওয়ার অভিযোগে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ।