রেল পরিষেবার সঙ্গে যুক্ত ছিল না সারদা, জানিয়ে দিল IRCTC

Updated By: Sep 4, 2014, 11:36 PM IST
রেল পরিষেবার সঙ্গে যুক্ত ছিল না সারদা, জানিয়ে দিল IRCTC

রেল পরিষেবার সঙ্গে কখনই সরাসরি যুক্ত ছিল না সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। রেলের ক্যাটারিং ও পর্যটন সংস্থার সেলস এজেন্ট হিসেবে কাজ করেছিল তারা। চুক্তি বিতর্ক নিয়ে  জানিয়ে দিল IRCTC।

রেল-সারদা চুক্তির খবরে তোলপাড় রাজ্য রাজনীতি। এ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন বিরোধীরা। বিরোধীদের আক্রমণের মুখে, তৃণমূল সাধারণ সম্পাদক মুকুল রায় দাবি করেন, IRCTC একটি স্বাধীন সংস্থা। যার সিদ্ধান্তে রেলমন্ত্রক কখনই যুক্ত নয়।

বৃহস্পতিবার IRCTC-র তরফেও বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল,  অন্য ট্রাভেল এজেন্সিগুলির মতোই সারদার সংস্থাটিও পূর্বভারতে IRCTC-র সেলস এজেন্ট হিসেবে কাজ করেছে। তাদের পরিষেবার সঙ্গে সারদার সরাসরি যোগ কখনই ছিল না। তাদের কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলেও দাবি করেছে IRCTC।

 

.