আকাশপথে বাংলায় আসতে লাগবে আরটি-পিসিআর নেগেটিভ বা দুই ডোজের টিকাকরণ শংসাপত্র
নিয়ন্ত্রণে এসেছে রাজ্যের করোনা রেখচিত্র। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, সোমবার সংক্রমিতের সংখ্যা ৬৬৬।
নিজস্ব প্রতিবেদন: দু'জোজ টিকাকরণের শংসাপত্র থাকলে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট লাগবে না। বাণিজ্য়িক ও অবাণিজ্যিক বিমানযাত্রার ক্ষেত্রে একথা ঘোষণা করল রাজ্য সরকার।
বিজ্ঞপ্তি দিয়ে স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা জানান, পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে সমস্ত বাণিজ্যিক ও অবাণিজ্যিক বিমান যাত্রীদের দু'টি ডোজের টিকাকরণ শংসাপত্র দেখানো আবশ্যিক। নইলে উড়ান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। আগে কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে দু'টি টিকা ও আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট দেখাতে হত।
অন্যদিকে, রাজ্যের করোনা রেখচিত্র নিম্নমুখী। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, সোমবার সংক্রমিতের সংখ্যা ৬৬৬। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৫৩। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১২ জনের। কলকাতায় ফের মৃতের সংখ্যা শূন্য।
আরও পড়ুন- ফের কলকাতায় কোভিড-মৃত্যু শূন্য, ২৬ মার্চের পর রাজ্যে দৈনিক সংক্রমণ ৭০০-র নীচে