ভর সন্ধেবেলা কলকাতার রাস্তায় লুঠপাট
ভর সন্ধেবেলায় কলকাতার রাস্তায় অস্ত্র দেখিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। গতকাল কড়েয়া থানার ব্রড স্ট্রিটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ওয়েব ডেস্ক: ভর সন্ধেবেলায় কলকাতার রাস্তায় অস্ত্র দেখিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। গতকাল কড়েয়া থানার ব্রড স্ট্রিটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
গতকাল সন্ধেবেলা সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীর গাড়ি আটকায় একটি বাইক। বাইকে ছিলেন ৩জন। অভিযোগ, হঠাতই গাড়িতে উঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শুরু হয় লুঠপাট। ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় গাড়ির চাবিও। সঙ্গে চলে বেধড়ক মারধর ও অশ্রাব্য গালিগালাজ। শেষ পর্যন্ত ওই তথ্যপ্রযুক্তি কর্মীর মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই এগিয়ে আসেন সাহায্যের জন্য। ঘটনার তদন্তে নেমে রাতেই মহম্মদ শাহবাজ নামে একজনকে গ্রেফতার করে কড়েয়া থানার পুলিস। বাকি দুজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি।