ফের রিজয়ানুর কাণ্ডের ছায়া কলকাতায়

গত ৫ বছরে অনেকটাই ফিকে হয়ে এসেছিল রিজওয়ানুর কাণ্ডের স্মৃতি। কিন্তু অমানবিক সেই ঘটনার পরও যে প্রাপ্তবয়স্ক দম্পতির স্বেচ্ছাবিবাহে প্রশাসনিক হস্তক্ষেপ কিছুমাত্র কম হয়নি তা ফের একবার জানান দিল লেকটাউন পুলিসের কাজ। প্রভাবশালী বাবার হস্তক্ষেপে অপহরণের অভিযোগে মেয়ের স্বামীকে গ্রেফতার করল পুলিস।

Updated By: Sep 2, 2012, 07:34 PM IST

গত ৫ বছরে অনেকটাই ফিকে হয়ে এসেছিল রিজওয়ানুর কাণ্ডের স্মৃতি। কিন্তু অমানবিক সেই ঘটনার পরও যে প্রাপ্তবয়স্ক দম্পতির স্বেচ্ছাবিবাহে প্রশাসনিক হস্তক্ষেপ কিছুমাত্র কম হয়নি তা ফের একবার জানান দিল লেকটাউন পুলিসের কাজ। প্রভাবশালী বাবার হস্তক্ষেপে অপহরণের অভিযোগে মেয়ের স্বামীকে গ্রেফতার করল পুলিস।
কিছুদিন আগে লেকটাউনের বাসিন্দা কোমল কাদেলকে আইনগত ভাবে বিয়ে করেছিলেন ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা সাগর শ্রীবাস। নিজেদের ধর্মীয় সংগঠন আর্য সমাজেও ওই বিয়ে অনুষ্ঠিত হয়। দুজনেই প্রাপ্ত বয়স্ক তাঁরা। রয়েছে প্রমাণপত্রও। কিন্তু মেয়ের বাড়ির তরফে ছেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়। আর তার ভিত্তিতেই পুলিস কোনওরকম তদন্ত ছাড়াই ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে আসে। বর্তমানে জেলবন্দি ওই যুবক।
বাবার হস্তক্ষেপে নিজের স্বামীকে জোর করে গ্রেফতার করার অভিযোগ এনেছেন খোদ মেয়ে। ঘটনার জেরে ফের একবার পুলিসের বিরুদ্ধে বিবাহিত দম্পতির ব্যক্তিগত জীবনে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। কোনওরকম তদন্ত ছাড়াই প্রাপ্তবয়স্ক দম্পতির জীবনে পুলিসের অহেতূক খবরদারি উসকে দিয়েছে ঠিক পাঁচ বছর আগের রিজয়ানুর কাণ্ডের স্মৃতি। সেবারও বিত্তশালী মেয়ের বাবার প্ররোচণায় পুলিসের অনধিকার হস্তক্ষেপে শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন রিজওয়ানুর। সেই ঘটনায় দেশজুড়ে প্রতিক্রিয়ার ঝড় উঠলেও ব্যক্তিগত জীবনে প্রশাসনিক হস্তক্ষেপ যে এখনও বন্ধ হয়নি লেকটাউন পুলিসের আচরণ সেই প্রমাণই দিল।

.