শৌচালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরা, মহিলারা স্নানে ঢুকলেই নজরদারি রেস্তরাঁ কর্মীদের
আজ দুপুরে এক মহিলা স্নান করতে গেলে শৌচালয়ে লাগানো ক্যামেরা নজরে আসে তাঁর।
নিজস্ব প্রতিবেদন : রেস্তরাঁয় বসে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হত পাশের শৌচালয়ে। সামনে এল এমনই চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ, মহিলারা যখন স্নান করতে আসতেন, সেইসময়ই বিশেষ করে নজরদারি চালানো হত।
ঘটনা সল্টলেকের নয়াপট্টি এলাকার। এদিন বিষয়টি নজরে আসে মহিলাদের। চিৎকার করে ওঠেন তাঁরা। তাঁদের চিৎকারে পালিয়ে যান অভিযুক্ত রেস্তরাঁ কর্মীরা। তবে একজনকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে আরও তিনজনকে ধরা হয়। অভিযুক্তদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন, দলীয় ১৯ হাজার টাকার রসিদে ১ লাখ টাকা তোলাবাজি বিজেপি ব্লক সভাপতির!
জানা গিয়েছে, আজ দুপুরে এক মহিলা স্নান করতে গেলে শৌচালয়ে লাগানো ক্যামেরা নজরে আসে তাঁর। চিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়ে যায়। সেই চিৎকারে রেস্তরাঁয় থাকা কর্মীরা পালাতে শুরু করেন। তবে ৪ জন ধরা পড়ে যান। পুলিস এসে ক্যামেরা ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে ঘটনার পর থেকেই রেস্তরাঁর মালিক পলাতক।