আজ থেকে বাড়ল রেলের যাত্রীভাড়া, আগে টিকিট কাটলেও গুনতে হবে বাড়তি ভাড়া

নয় মাস পর আজ থেকে বাড়ল রেলের যাত্রীভাড়া। দুই শতাংশ হারে বাড়ছে যাত্রীভাড়া। পণ্য মাশুল বৃদ্ধি পাচ্ছে ১.৭ শতাংশ হারে। একইসঙ্গে পণ্যের ওপর ১৫ শতাংশ হারে লেভি নেওয়া হবে। যাঁরা পুজোয় বেড়াতে যাওয়ার জন্য আগেই টিকিট কেটেছিলেন তাঁদেরও গুনতে হবে বাড়তি ভাড়া।

Updated By: Oct 7, 2013, 09:29 AM IST

নয় মাস পর আজ থেকে বাড়ল রেলের যাত্রীভাড়া। দুই শতাংশ হারে বাড়ছে যাত্রীভাড়া। পণ্য মাশুল বৃদ্ধি পাচ্ছে ১.৭ শতাংশ হারে। একইসঙ্গে পণ্যের ওপর ১৫ শতাংশ হারে লেভি নেওয়া হবে। যাঁরা পুজোয় বেড়াতে যাওয়ার জন্য আগেই টিকিট কেটেছিলেন তাঁদেরও গুনতে হবে বাড়তি ভাড়া।
৭ অক্টোবরের আগে কাটা টিকিটে ট্রেনের ভিতরেই বাড়তি ভাড়া দিতে হবে। তবে আপাতত ভাড়া বাড়ছে না শহরতলির ট্রেন, প্যাসেঞ্জার ট্রেনের সেকেন্ড ক্লাসের। মান্হলি টিকিটের দামও একই থাকছে। দশই অক্টোবর থেকে দুরন্তের এসি ক্লাসের ভাড়াও বাড়বে।
তবে এখনই ভাড়া বাড়ছে না দুরন্তের স্লিপার ও নন এসি চেয়ার কারের ভাড়া। রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েই চলতি বছরের জানুয়ারীতে ভাড়া বাড়ান পবন বনশল। রেল সূত্রে খবর, ডিজেলের বিনিয়ন্ত্রণের ফলে এক ধাক্কায় রেলের জ্বালানি খরচ কয়েক হাজার কোটি টাকা বেড়ে যাওয়ায় ফের যাত্রীভাড়া বাড়ল।

.