পুজোর চারদিন বৃষ্টির সম্ভাবনা ভাবেচ্ছে বাঙালিকে

পুজোর চারদিনের জন্য আজও কোনও আশার কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর। মধ্যপ্রদেশের ওপর তৈরি নিম্নচাপ ক্রমশ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফলে পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টাতেও। 

Updated By: Oct 6, 2013, 06:57 PM IST

পুজোর চারদিনের জন্য আজও কোনও আশার কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর। মধ্যপ্রদেশের ওপর তৈরি নিম্নচাপ ক্রমশ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফলে পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টাতেও। 
নাছোড় বৃষ্টি কিছুতেই রাজ্য ছাড়ছে না। পুজোর দিন চারেক আগেও ভাল খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। মধ্যপ্রদেশের ওপর তৈরি নিম্নচাপ ক্রমশ দুর্বল হলেও ঠায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর প্রভাবে পুজোর চারদিন বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
 
পুজোর শেষ রবিবারের ভিড় এড়াতে  যারা কেনাকাটায় বেরোননি তাঁদের জন্যও সুখবর নেই। বরং রয়েছে সতর্কবার্তা। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 
 
পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। বৃষ্টির ভ্রুকুটিতে সেই আশঙ্কা থাকছেই। তবে সবকিছুকে উপেক্ষা করে উত্‍সব প্রিয় মানুষ যে রাস্তায় নামবেন সেটা বলাই যায়।

.