অভিনব প্রতিবাদ! শব্দ বাজি রুখতে রাস্তায় নামল পোষ্যরা
ভবানীপুর এলাকায় অভিনব পদযাত্রায় সামিল কাউন্সিলর, সাধারণ মানুষ, পশুপ্রেমী সকলেই। শব্দ যখন দানব। দীপাবলির আনন্দ মুহূর্তে ম্লান করে দেয় এই বাজির তাণ্ডব
নিজস্ব প্রতিবেদন: বাজির ভয়ঙ্কর শব্দ থেকে আমাদের বাঁচান! এই আর্তি নিয়ে পথে নামল পোষ্যরা। শব্দ বাজি রুখতে অভিনব প্রচারে কলকাতা পুলিস ও পুরসভা।
ভবানীপুর এলাকায় অভিনব পদযাত্রায় সামিল কাউন্সিলর, সাধারণ মানুষ, পশুপ্রেমী সকলেই। শব্দ যখন দানব। দীপাবলির আনন্দ মুহূর্তে ম্লান করে দেয় এই বাজির তাণ্ডব। মানুষতো বটেই পশু -পাখিদেরও ব্যাপক সমস্যায় পড়তে হয় এই লাগাম ছাড়া আনন্দে...
গত বছর থেকে বাজি পোড়ানোর সময় বেধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই দীপাবলিতে শহরেও বাজির তাণ্ডব রুখতে জোরদার প্রচারে নেমেছে প্রশাসন। এবার সেই প্রচারে সামিল করা হল পোষ্যদেরও। ভবানীপুরে কলকাতা পুরসভা ও পুলিসের উদ্যোগে হল অভিনব সচেতনতা মিছিল সব মিলিয়ে শব্দবাজির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ।