লেখা পাঠান ২৪ ঘণ্টা ডট কমের পূজা বার্ষিকীতে
এ বার পুজোর আকর্ষণে যোগ হচ্ছে ২৪ ঘণ্টা ডট কমের পুজো বার্ষিকী। ২৪ ঘণ্টা ডট কম-এর পুজো বার্ষিকীতে লিখবেন আপনি। আপনার লেখা দিয়েই সাজানো হবে ২৪ ঘণ্টা.কম-এর পুজো বার্ষিকী। ছোটবেলা থেকেই পুজো বার্ষিকীতে আমরা বিখ্যাত লেখকের গল্প পড়ে আনন্দ পাই। এ বার আপনি পাঠক নয়, হোন লেখক। লেখা পাঠান আমাদের। আপনার লেখা পরবে লক্ষ লক্ষ পাঠক।
এ বার পুজোর আকর্ষণে যোগ হচ্ছে ২৪ ঘণ্টা ডট কমের পূজা বার্ষিকী। ২৪ ঘণ্টা ডট কম-এর পূজা বার্ষিকীতে লিখবেন আপনি। আপনার লেখা দিয়েই সাজানো হবে এই e পত্রিকা । ছোটবেলা থেকেই পূজা বার্ষিকীতে আমরা বিখ্যাত লেখকের গল্প পড়ে আনন্দ পাই। এ বার আপনি শুধু পাঠকই নয়, হোন লেখকও। লেখা পাঠান আমাদের। আপনার লেখা পড়বে লক্ষ লক্ষ পাঠক।
জেনে নিন আমাদের পূজা বার্ষিকীতে লেখা নিয়ে কিছু তথ্য--
ক) কী কী ধরনের লেখা পাঠাবেন--
১) ৫০০ শব্দের মধ্যে যে কোনও ধরনের গল্প।
২) অণুগল্প (১৫০ শব্দের মধ্যে)
৩) কবিতা, ৪) প্রবন্ধ, ৫) আপনার পুজোর স্মৃতি, ৬) পুজোয় ঘুরতে যাওয়ার কথা।
খ) কী কী ধরনের ছবি পাঠাবেন--
থিম- উত্সব আর বাংলা
গ) বিবিধ--
আপনার মিউজিক অ্যালবাম, পাড়ার পুজো সম্পর্কে বিস্তারিত তথ্য ও ছবি
ঘ) কী ভাবে লেখা পাঠাবেন
বাংলায় টাইপ করুন শ্রীলিপি/লিপ অফিস/অভ্রতে। তারপর পাঠিয়ে দিন নীচের ঠিকানায় --- ছবি ও পাঠান এই ঠিকানায়
web24@24ghanta.com
ঙ) যোগাযোগ করবেন কী করে--
এই রিপোর্টের শেষে কমেন্ট কুরন। পুজা বার্ষিকী নিয়ে আপনার যাবতীয় প্রশ্ন ওখানেই করুন। জবাবও পাবেন ওই কমেন্ট সেকশনে।
লেখার নীচে আপনার পুরো নাম, ঠিকানা ও Email ID অবশ্যই দিন।
চ) ১৮ ই সেপ্টেম্বরের মধ্যে লেখা পাঠান আমাদের
web24@24ghanta.com-এই ঠিকানায়