বাইশটি ওয়ার্ডে উপনির্বাচন ২২ নভেম্বর

আগামী ২২ নভেম্বর রাজ্যের ২২টি ওয়ার্ডে উপনির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ড।

Updated By: Aug 14, 2013, 01:40 PM IST

আগামী ২২ নভেম্বর রাজ্যের ২২টি ওয়ার্ডে উপনির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ড।
উপনির্বাচন নিয়ে দুটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। এই দুটি মামলার পরিপ্রেক্ষিতে দুটি ভিন্ন নির্দেশ দেয় আদালত। এরপরই আদালতের কাছে জানতে চাওয়া হয়,কোন নির্দেশটি মানা হবে। তারই পরিপ্রেক্ষিতে আজ ২২ নভেম্বর উপনির্বাচন করার নির্দেশ দিল হাইকোর্ট।

.