ঝড়ে পাঁচিল ভেঙে মৃত ২, গ্রেফতার প্রোমোটার

পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনার পর বেআইনি নির্মাণের অভিযোগে একজনকে গ্রেফতার করল আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস। বুধবার ঝড়ে কালো দাস ও সুরজ দাস নামে কেশবচন্দ্র সেন স্ট্রিটের ওই দুই বাসিন্দা পাঁচিল ভেঙে আহত হয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে মেডিক্যাল কলেজে তাঁদের মৃত্যু হয়। পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে।

Updated By: Apr 5, 2012, 01:07 PM IST

পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনার পর বেআইনি নির্মাণের অভিযোগে একজনকে গ্রেফতার করল আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস। বুধবার ঝড়ে কালো দাস ও সুরজ দাস নামে কেশবচন্দ্র সেন স্ট্রিটের ওই দুই বাসিন্দা পাঁচিল ভেঙে আহত হয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে মেডিক্যাল কলেজে তাঁদের মৃত্যু হয়। পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে।
প্রতিবাদে এদিন সকালে আর্মহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বৈঠকখানা রোডে কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার স্বপ্না দাসের অফিস ভাঙচুর করা হয়। ফ্যান্সি মার্কেট এলাকা সহ শহরের অন্যান্য জায়গাতেও ঝড়ের প্রকোপে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় বাসিন্দারা বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন। যদিও, পুরসভার তরফে এনিয়ে কিছু জানানো হয়নি।

.