দুশোর দুয়ারে হিন্দু স্কুল
আগামী বছর দুশোর দুয়ারে হিন্দু স্কুল। এই উপলক্ষে সমস্ত প্রাক্তনীরা একত্রিত হবেন। তার আগে হয়ে গেল এক অনুষ্ঠান পর্ব। যেখানে একই মঞ্চে স্কুলের দুই প্রাক্তন। সৌমিত্র চট্টোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর স্মৃতিতে আরও এক প্রাক্তন প্রবাদপ্রতিম অভিনেতা ছবি বিশ্বাস।
ওয়েব ডেস্ক: আগামী বছর দুশোর দুয়ারে হিন্দু স্কুল। এই উপলক্ষে সমস্ত প্রাক্তনীরা একত্রিত হবেন। তার আগে হয়ে গেল এক অনুষ্ঠান পর্ব। যেখানে একই মঞ্চে স্কুলের দুই প্রাক্তন। সৌমিত্র চট্টোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর স্মৃতিতে আরও এক প্রাক্তন প্রবাদপ্রতিম অভিনেতা ছবি বিশ্বাস।
আরও পড়ুন- বুধের বড় বিপদ, বৃদ্ধ হচ্ছেন বুধ, গিলে খেতে পারে সূর্য!
সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতিচারণায় ধরা পড়ল তাঁর সঙ্গে ছবি বিশ্বাসের নিবিড় সম্পর্কের কথা। প্রথম কাজ 'ক্ষুধিত পাসান'। তারপর 'দত্তা', 'প্রফুল্ল', 'দেবী' এইভাবে সিনেমা হোক বা থিয়েটারের রঙ্গমঞ্চে বেশ কয়েকবার পরস্পর পরস্পরের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন। অভিনেতার পাশাপাশি মানুষ হিসাবে ছবি বিশ্বাস কেমন ছিলেন জানা গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠে।
আরও পড়ুন- গিনেস বুকে নাম লেখানো P P A P-এর বাংলা ভার্সন
নস্টালজিয়ায় যখন আবদ্ধ সৌমিত্রবাবু তখন, তাঁর উল্টোদিকের চেয়ারে বসে কিছুটা বিস্মিত শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হিন্দু স্কুলের বিজয়া সম্মিলনী উপলক্ষে এমনই এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী রইল মহাজাতি সদন।