রাজ্য সরকারকে `লাল কার্ড` প্রদীপ ভট্টাচার্যের

রাজ্যপালের বিরুদ্ধে পঞ্চায়েত মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করল কংগ্রেস। একই সঙ্গে কংগ্রেসের হুমকি, রাজ্যপালকে হলুদ কার্ড দেখালে রাজ্য সরকারকে লাল কার্ড দেখতে হতে পারে। এই হুঁসিয়ারির অর্থ রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল কিনা, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

Updated By: Jan 11, 2013, 09:27 PM IST

রাজ্যপালের বিরুদ্ধে পঞ্চায়েত মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করল কংগ্রেস। একই সঙ্গে কংগ্রেসের হুমকি, রাজ্যপালকে হলুদ কার্ড দেখালে রাজ্য সরকারকে লাল কার্ড দেখতে হতে পারে। এই হুঁসিয়ারির অর্থ রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল কিনা, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
ভাঙড় ও বামনঘাটায় হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যপাল। বৃহস্পতিবারই পাল্টা কটাক্ষ করে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, "রাজ্যপালকে হলুদ কার্ড দেখানো হচ্ছে। প্রয়োজনে লাল কার্ড দেখানো হবে।" এবার রাজ্য সরকারকে পাল্টা লালকার্ড দেখানোর হুমকি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভটাচার্য। কে দেখাবে লালকার্ড? তা অবশ্য স্পষ্ট করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে আইনশৃঙ্খলার প্রশ্নে রাজ্যের বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন তিনি।
 
প্রদেশ কংগ্রেস দফতরে শুক্রবার উপস্থিত ছিলেন কড়েয়ায় ধর্ষণের প্রতিবাদ করে হেনস্থার শিকার হওয়া আত্মঘাতী যুবক আমিনুলের ইসলামের পরিবারের সদস্যরা। তাঁদের পাশে বসিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দেন প্রদীপ বাবু। তিনি বলেন, "ধর্ষণের প্রতিবাদ করেছিল আমিনুল। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়।" আমিনুলকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ প্রদেশ সভাপতির।

.