রাজ্যের শিল্প সম্ভাবনায় উদ্বেগ প্রদীপের

রাজ্যে এ ভাবে আগুন জ্বললে কিভাবে শিল্প হবে এবার তাই নিয়ে প্রশ্ন তুললো কংগ্রেস। তাঁদের দাবি, শুধু বক্তৃতা দিয়ে শিল্প হয় না। শিল্প করতে গেলে গড়ে তুলতে হবে শিল্প-বন্ধু পরিবেশ।

Updated By: Jan 15, 2013, 09:20 PM IST

রাজ্যে এ ভাবে আগুন জ্বললে কিভাবে শিল্প হবে এবার তাই নিয়ে প্রশ্ন তুললো কংগ্রেস। তাঁদের দাবি, শুধু বক্তৃতা দিয়ে শিল্প হয় না। শিল্প করতে গেলে গড়ে তুলতে হবে শিল্প-বন্ধু পরিবেশ।
রাজ্যে শিল্পের পরিবেশ নেই বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন ``কোথায় শিল্প?" মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে নতুন করে শিল্প আসা মুশকি।"
হলদিয়ায় আজকে শুরু হচ্ছে বেঙ্গল লিডস্। আর রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে একরাশ হতাশা কংগ্রেস নেতাদের গলায়। শিল্প নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও দাবি মানতেই নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি। "তিনি বললেন বিহারে শিল্প হয় কিন্তু এখানে হয় না।" পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যে শিল্পের পরিবেশই নেই।

.