পার্কসার্কাসে ধোপারমাঠ সংলগ্ন বস্তিতে আগুন, মৃত তিন

পার্কসার্কাসের ধোপারমাঠ সংলগ্ন বস্তিতে আগুন লেগে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন পনেরজন। ধোপারমাঠের ওই বস্তির একটি ঘরে রান্না চলছিল। ওইসময়ই গ্যাস লিক করতে শুরু করে। আদৌ গ্যাস লিক করছে কী না সেটা বুঝতেই দেশলাই জ্বালেন একজন। সঙ্গে সঙ্গে সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়।

Updated By: Jun 13, 2014, 06:45 PM IST

পার্কসার্কাসের ধোপারমাঠ সংলগ্ন বস্তিতে আগুন লেগে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন পনেরজন। ধোপারমাঠের ওই বস্তির একটি ঘরে রান্না চলছিল। ওইসময়ই গ্যাস লিক করতে শুরু করে। আদৌ গ্যাস লিক করছে কী না সেটা বুঝতেই দেশলাই জ্বালেন একজন। সঙ্গে সঙ্গে সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়।

শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কাজি গোলাম মোস্তাফার ঘরে আগুন লাগে। খুব বেশিসময় ধরে আগুন না জ্বললেও,অল্প সময়ের আগুনের তীব্রতা ছিল মারাত্মক। দপ করে জ্বলে ওঠা আগুনে ঘরের মধ্যে থাকা সকলেই মারাত্মক আহত হন।

পড়শিদের অভিযোগ এলাকায় পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভাতে দেরি হয়।

সরু গলি হওয়ার ফলে দমকলের পৌছতে কিছুটা সময় লেগে যায়। দমকল যখন পৌছয় তখন বাসিন্দারাই আগুন নিভিয়ে ফেলেছেন। শুক্রবার ছিল সবে বরাত। ছুটির দিন হওয়ায় বাড়িতেই ছিলেন বেশিরভাগ মানুষ। তাই আহত হয়েছেন এতজন।

অগ্নিদগ্ধদের উদ্ধার করে এলাকাবাসীরাই নিয়ে যান ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।

.