আজ ফের পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি
কলকাতা হাইকোর্টে আজ ফের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি। রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের ৪২ নম্বর ধারা এবং সাধারণ নির্বাচনের ৮ নম্বর ধারা প্রত্যাহার করার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন।
কলকাতা হাইকোর্টে আজ ফের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি। রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের ৪২ নম্বর ধারা এবং সাধারণ নির্বাচনের ৮ নম্বর ধারা প্রত্যাহার করার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যে আশ্বাসের অভিযোগ তুলে নির্বাচনী বিজ্ঞপ্তি খারিজের দাবি জানান, রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল। কমিশনের অভিযোগ, বারবার জানতে চাওয়া হলেও, রাজ্য সরকার পুলিস বাহিনী ও নিরাপত্তা সংক্রান্ত কোনওরকম তথ্য দেয়নি।
নির্বাচন কমিশনের মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য হাইকোর্টে পৃথকভাবে আবেদন জানিয়েছে দশটি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই।
সিপিআইএমের পক্ষে আবেদন করেন রবীন দেব। সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোটের জন্যই মামলায় পক্ষভুক্ত হওয়ার এই আবেদন জানিয়েছে রাজনৈতিক দলগুলি। এই রাজনৈতিক দলগুলির হয়েই প্রতিনিধিত্ব করবেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।