পঞ্চায়েতে অশান্তির নেপথ্যে সিপিএম-বিজেপি যোগসাজশের অভিযোগ পার্থর
সিপিএম-বিজেপির দিকে অভিযোগের আঙুল পার্থ চট্টোপাধ্যায়ের।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির নেপথ্যে রয়েছে সিপিএম-বিজেপি। শুক্রবার এমনটাই দাবি করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ''সিপিএমের সহযোগিতায় রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি। তলোয়ার, বর্শার সঙ্গে পতাকা নিচ্ছে তারা। প্রশাসন প্রশাসনের কাজ করবে।''
পাল্টা মারের তত্ত্ব দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''পুলিসকে মারতে বলছেন। জনতার উপরে আক্রমণ করার কথা বলছেন।'' মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ করছেন বিরোধীরা। পার্থর খোঁচা, ''৫০ শতাংশের উপরে মনোনয়নপত্র জমা দিচ্ছে। তাহলে কি ভূতেরা দিচ্ছে! বিজেপি গান্ধীমূর্তি পাদদেশে আর সিপিএম নির্বাচন কমিশনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। তাহলে অন্য লোকেরা গিয়ে মনোনয়নপত্র দেবে নাকি! পঞ্চায়েতে প্রার্থী হওয়ার লোক নেই। মুখেই মারিতং জগত্।''
পঞ্চায়েত ভোটের অশান্তির পিছনে সিপিএম-বিজেপি যোগসাজশের অভিযোগ করেছেন তৃণমূলের মহাসচিব। তাঁর কথায়, ''সিপিএমের সহযোগিতায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি। তলোয়ার, বর্শার সঙ্গে পতাকা নিয়ে ঘুরছে।'' এর পাশাপাশি পার্থবাবু বলেন, ''গ্রামীণ অর্থনীতিকে চাঙা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পঞ্চায়েত নির্বাচন স্বতঃস্ফূর্ত অংশ নেবেন সাধারণ মানুষ। জয়ী করবেন তৃণমূল প্রার্থীদের।''
মুকুল রায়ের নাম না করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''যাঁরা এদল থেকে ওদল করছেন, তাঁরা জানেনই না রাজ্যে কতগুলি বুথের সংখ্যা। না জেনেই মন্তব্য করছেন।''
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে তৃণমূল-বিজেপি জোর সওয়াল-জবাব, সোমবার রায়দান