সুপ্রিম কোর্টের তৈরি তদন্ত কমিটির বৈধতাকেই চ্যালেঞ্জ অশোক গাঙ্গুলির,চিঠি প্রধান বিচারপতিকে

সুপ্রিম কোর্টের তৈরি তদন্ত কমিটির বৈধতাকেই চ্যালেঞ্জ করলেন বিচারপতি অশোক গাঙ্গুলি। চিঠি দিলেন দেশের প্রধান বিচারপতির কাছে। প্রশ্ন তুলেছেন তিন সদস্যের ওই কমিটির তদন্তের প্রক্রিয়া নিয়েও। চিঠির প্রতিলি পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছেও। ইন্টার্নের সঙ্গে অবাঞ্ছিত আচরণের অভিযোগও সাফ অস্বীকার করা হয়েছে ওই চিঠিতে।

Updated By: Dec 23, 2013, 06:50 PM IST

সুপ্রিম কোর্টের তৈরি তদন্ত কমিটির বৈধতাকেই চ্যালেঞ্জ করলেন বিচারপতি অশোক গাঙ্গুলি। চিঠি দিলেন দেশের প্রধান বিচারপতির কাছে। প্রশ্ন তুলেছেন তিন সদস্যের ওই কমিটির তদন্তের প্রক্রিয়া নিয়েও। চিঠির প্রতিলি পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছেও। ইন্টার্নের সঙ্গে অবাঞ্ছিত আচরণের অভিযোগও সাফ অস্বীকার করা হয়েছে ওই চিঠিতে।

তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তোলপাড় গোটা দেশ। নীরবতা ভেঙে এবারে কার্যত সেই অভিযোগেরই জবাব দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে চিঠি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে।

সুপ্রিম কোর্টের কাছে কোনও বৈধ অভিযোগ না থাকা সত্ত্বেও তদন্ত কমিটি তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তাঁর যুক্তি ----
ওই ইন্টার্ন তাঁর নাম প্রকাশ করে দিয়েছে।
প্রধানবিচারপতি জানেন অশোক গাঙ্গুলি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি।
ওই ইন্টার্নও যে সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত নন সেটাও প্রধান বিচারপতির অজানা নয়।
অশোক গাঙ্গুলির মতে, এই তিনটি যুক্তি থাকায় ওই কমিটি তৈরির কোনও প্রয়োজন ছিল না।

অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে সংবাদপত্রে ওঠা অভিযোগের ভিত্তিতে এধরণের কমিটিকে চিঠিতে নজির বিহীন বলে মন্তব্য করেন অশোক গাঙ্গুলি।

যদিও তিনি জানিয়েছেন, কমিটির ওপর পূর্ণ বিশ্বাস রেখেই তাঁদের অনুরোধে সেখানে হাজির হয়েছিলেন। কিন্তু তাঁর মতে, যেভাবে ওই কমিটি কাজ করেছে তা সঠিক নয়।

প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ইন্টার্নের সঙ্গে অবাঞ্ছিত ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন অশোক গাঙ্গুলি।
সুপ্রিম কোর্টের তদন্ত কমিটির কাছে থাকা যাবতীয় তথ্যই সংবাদ মাধ্যমে প্রকাশ্যে চলে এসেছিল।

আইনমন্ত্রক থেকে কী ভাবে সেই তথ্য বাইরে প্রকাশিত হল? প্রধান বিচারপতিকে অবিলম্বে সেই তদন্তের নির্দেশ দিতে আবেদন জানিয়েছেন অশোক গাঙ্গুলি। তাঁর মতে, স্বার্থান্বেষী মহল থেকে তাঁকে কালিমালিপ্ত করতেই গোটা পরিকল্পনাটি করা হয়েছে।

প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে চাঞ্চল্যকর এক অভিযোগও তুলেছেন অশোক গাঙ্গুলি। তাঁর অভিযোগ, বিচারপতি থাকার সময় দুর্ভাগ্যক্রমে নির্ভিক ও নিরপেক্ষভাবে এমন কিছু আপসহীন রায় দিয়েছেন যা ক্ষমতাশালীদের স্বার্থ ক্ষুন্ন করেছে। ফলে পরিকল্পিত ভাবে এই আক্রমণ চলছে। এই ঘটনাকে তাই বিচারব্যবস্থার পক্ষে বিপজ্জনক বলেই মন্তব্য করেছে অশোক গাঙ্গুলি।

.