টানা ৯ ঘণ্টা পর অবশেষে SSKM মেডিক্যাল কলেজে নার্সদের বিক্ষোভ উঠে গেল
টানা ৯ ঘণ্টা পর অবশেষে SSKM মেডিক্যাল কলেজে নার্সদের বিক্ষোভ উঠে গেল। বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে সুপার, ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘেরাও করে রাখেন নার্সদের একাংশ। তাঁদের অভিযোগ অ্যাসিস্ট্যান্ত সুপার সেবন্তী মুখার্জির বিরুদ্ধে। রবিবার রাতে এমার্জেন্সিতে এক রোগীকে ভর্তি করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। রোগীর ট্রলি না পাওয়া নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার এক নার্সের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই নার্স নাকি ইউনিফর্ম পরার যোগ্য নন, এমন মন্তব্যও করেন সেবন্তী মুখার্জি। তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান নার্সদের একাংশ। রাতে তিনি লিখিতভাবে ক্ষমা চাওয়ার পর ঘেরাও অবস্থান উঠে যায়।
ওয়েব ডেস্ক: টানা ৯ ঘণ্টা পর অবশেষে SSKM মেডিক্যাল কলেজে নার্সদের বিক্ষোভ উঠে গেল। বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে সুপার, ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘেরাও করে রাখেন নার্সদের একাংশ। তাঁদের অভিযোগ অ্যাসিস্ট্যান্ত সুপার সেবন্তী মুখার্জির বিরুদ্ধে। রবিবার রাতে এমার্জেন্সিতে এক রোগীকে ভর্তি করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। রোগীর ট্রলি না পাওয়া নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার এক নার্সের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই নার্স নাকি ইউনিফর্ম পরার যোগ্য নন, এমন মন্তব্যও করেন সেবন্তী মুখার্জি। তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান নার্সদের একাংশ। রাতে তিনি লিখিতভাবে ক্ষমা চাওয়ার পর ঘেরাও অবস্থান উঠে যায়।