নতুন বছরে স্বাভাবিকের পথে Kolkata Metro, বাড়ছে ট্রেনের সংখ্যা, শিথিল ই-পাস বিধি

আগের মতো এখনই টোকেন ব্যবস্থা চালু হচ্ছে না। 

Updated By: Dec 30, 2020, 05:29 PM IST
নতুন বছরে স্বাভাবিকের পথে Kolkata Metro, বাড়ছে ট্রেনের সংখ্যা, শিথিল ই-পাস বিধি

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরুতে স্বাভাবিক হওয়ার পথে কলকাতা মেট্রো (Kolkata Metro)। ৪ জানুয়ারি থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা। এর পাশাপাশি অফিস টাইমে ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। শনি ও রবিবার লাগবে না ই-পাস (E-Pass)। স্মার্টকার্ডে (Smart Card) যাতায়াত করতে পারবেন যাত্রীরা।     

৪ জানুয়ারি থেকে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা বেড়ে হচ্ছে ২২৮টি। আপে চলবে ১১৪টি। সমসংখ্যক ট্রেন চলবে ডাউনে। ট্রেনের (Kolkata Metro) সংখ্যা বাড়ায় আপ লাইনে সকাল ৯টা থেকে সন্ধে ৭.৫০টা পর্যন্ত ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। ডাউন লাইনে সকাল ৮ টা ৪৮ মিনিট থেকে সন্ধে ৭টা ১৮ মিনিট পর্যন্ত ৭ মিনিটের ব্যবধান থাকবে। অর্থাৎ অফিস টাইমে বেশিক্ষণ আর ট্রেনের অপেক্ষায় থাকতে হবে না।

আগের মতো এখনই টোকেন ব্যবস্থা চালু হচ্ছে না। বর্তমানে সিনিয়র সিটিজেন, মহিলা ও শিশুদের ই-পাস লাগছে না। ৪ জানুয়ারিতে অফিস টাইম ছাড়া বাকি যাত্রীদেরও ই-পাস আবশ্যক নয়। সকাল ৯ থেকে ১১টা এবং বিকেল ৫ থেকে সন্ধে ৭টা পর্যন্ত ই-পাস লাগবে সাধারণ যাত্রীদের। বাকি সময়ে স্মার্টকার্ডেই (Smart Card) চলতে পারবেন যাত্রীরা। শনি ও রবিবার লাগবে না ই-পাস (E-Pass)।

আরও পড়ুন- কলকাতায় UK ফেরত দ্বিতীয় আক্রান্তের হদিস, শহরে খোঁজ চলছে আরও ২২২ জনের

.