এ বার সব্জির বাজারেও আগুন, বাঙালির নাভিশ্বাস ওঠার জোগাড়

এবার সব্জির বাজারেও আগুন, বাঙালির নাভিশ্বাস ওঠার জোগাড়

Updated By: Jul 6, 2014, 06:05 PM IST

আলু, পেঁয়াজ ছিলই, এবার বাজার আগুন সব্জিতে। ঝিঙে, পটল, ঢেঁড়শ, টমেটো-সবেরই দাম পঞ্চাশের কোঠায়। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়াতেই সব্জি এমন আকাশছোঁয়া।

আলু, পেঁয়াজে হাত ছোয়ানো যাচ্ছিল না আগেই। এবার সব্জির দামের ছ্যাঁকায় হাত পুড়ছে সাধারণ মানুষের। কলকাতা উত্তর থেকে দক্ষিণ সব বাজারগুলোতেই চড়া দামে বিক্রি হচ্ছে সব্জি। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন বাজারে সব্জির দাম।

লেকমার্কেটে কেজি প্রতি বেগুন বিকোচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায়। গড়িয়াহাট মার্কেটে ষাট থেকে আশি টাকায় মিলছে এক কেজি বেগুন। মানিকতলায় তা পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশে।

বিনস লেকমার্কেটে ১১০ থেকে ১২০ টাকা। গড়িয়াহাট বাজারে ১২০ থেকে ১৩০ টাকা। মানিকতলায় কেজি প্রতি বিনস ১০০ টাকা।

কেজিপ্রতি ঢেঁড়শ লেকমার্কেটে বিকোচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ৭০ থেকে ৮০ টাকায় গড়িয়াহাট মার্কেটে মিলছে ঢেঁড়শ। ৫০ টাকায় তা পাওয়া যাচ্ছে মানিকতলা বাজারে।

লেকমার্কেটে পটল ৬০ থেকে ৭০ টাকা। ৭০ থেকে ৮০ গড়িয়াহাটে। মানিকতলায় এক কেজি পটল মিলছে ৫০ টাকায়।

বাজারে এসে নাভিশ্বাস ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, পাইকারী বাজারে দাম বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়েছেন তাঁরাও।

.