কলকাতার বৃষ্টির কোনও পূর্বাভাসই নেই
গরম থেকে দক্ষিণবঙ্গকে কোনওরকম স্বস্তির কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর। বাড়তে পারে জলীয় বাষ্পের পরিমাণ। আর তার জেরেই বাড়বে অস্বস্তি। এমনটাই বলছে আবহাওয়া দফতর। আর কলকাতার জন্য বৃষ্টির তেমন কোনও পূর্বাভাসই নেই। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, গুজরাট উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আশোবা দুর্বল হয়ে ওমানের দিকে সরে যাওয়াতেই বাড়ছে জলীয় বাষ্প।
ওয়েব ডেস্ক: গরম থেকে দক্ষিণবঙ্গকে কোনওরকম স্বস্তির কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর। বাড়তে পারে জলীয় বাষ্পের পরিমাণ। আর তার জেরেই বাড়বে অস্বস্তি। এমনটাই বলছে আবহাওয়া দফতর। আর কলকাতার জন্য বৃষ্টির তেমন কোনও পূর্বাভাসই নেই। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, গুজরাট উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আশোবা দুর্বল হয়ে ওমানের দিকে সরে যাওয়াতেই বাড়ছে জলীয় বাষ্প।
এদিকে, দক্ষিণবঙ্গ যখন গরমে নাজেহাল উত্তরবঙ্গের কিছু এলাকা তখন জলে ভাসছে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের তিন শহর। জলে ভাসছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। রাতভর বৃষ্টি। আর তাতেই জলমগ্ন জলপাইগুড়ি।