তেজষ্ক্রিয়তা ছড়ায়নি, জানাল এনডিআরএফ

ঢাকুরিয়া এএমআরআই হাসপাতালে তেজষ্ক্রিয়তা ছড়ায়নি। হাসপাতাল পরীক্ষা করতে এসেই আশ্বস্ত করলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের তেজষ্ক্রিয় বিশেষজ্ঞরা। তাঁরা হাসপাতালটি পরীক্ষা করে দেখেন।

Updated By: Dec 9, 2011, 04:49 PM IST

ঢাকুরিয়া এএমআরআই হাসপাতালে তেজষ্ক্রিয়তা ছড়ায়নি। হাসপাতাল পরীক্ষা করতে এসেই আশ্বস্ত করলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের তেজষ্ক্রিয় বিশেষজ্ঞরা। তাঁরা হাসপাতালটি পরীক্ষা করে দেখেন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তেজষ্ক্রিয়তা ছড়িয়ে থাকলে হাসপাতালের বাইরে থেকেই তা অনুভব করা যেত।

ঢাকুরিয়া হাসপাতালের বেসমেন্ট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। বেসমেন্টে দুটি রে দেওয়ার লিনিয়ার অ্যাক্সিলেটর ইউনিট ছিল। যন্ত্রদুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় তেজষ্ক্রিয়তার আশঙ্কা ছড়ায়।

.