'মৃত্যুর জন্য কেউ দায়ী নয়,' হরিদেবপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ
মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা বলে অনুমান। প্রদ্যুত্ লাহিড়ী রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার।
নিজস্ব প্রতিবেদন: বয়স্ক দম্পতির রহস্যমৃত্যু। চাঞ্চল্য হরিদেবপুর এলাকায়। আবাসনের দোতলার ঘরের দরজা ভেঙে ৮০ বছরের প্রদ্যুত্ লাহিড়ী ও বছর ৬৮ প্রণতি লাহিড়ীর দেহ উদ্ধার হয়। পুলিস সূত্রে খবর, ঘুমের ওষুধ খান দুজনই। মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা বলে অনুমান। প্রদ্যুত্ লাহিড়ী রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার। মত ওই দম্পতির বাড়ি হরিদেবপুর থানা এলাকাযর নবপল্লীতে।
আরও পড়ুন: ভুল বোঝাচ্ছে BJP, মতুয়ারা সবাই নাগরিক, অ্যাপ্লাই করলেই বিদেশি হয়ে যাবে : Mamata
জানা গিয়েছে, দম্পতির একমাত্র মেয়ে মধুমিতা লাহিড়ীর গত দু-বছর ধরে ডিভোর্সের মামলা চলছে। এ নিয়ে তাঁরা অবসাদে ভুগছিলেন বলেই স্থানীয় সূত্রে খবর। দম্পতির মৃত্যুর পর ঘর থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। তাতে লেখা, স্বেচ্ছায় মৃত্যুবরণ করছেন তাঁরা। এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানা।