শীতে অবশ্যই চিড়িয়াখানায় যাবেন, দেখতে পাবেন নতুন জেব্রা

প্রচণ্ড দূরন্ত। এখনও গোটা একটা দিন পেরোয়নি। সবে পৃথিবীর মুখ দেখেছে, কে বলবে। এলাকাটা ছোট্ট, আসলেতো চিড়িয়াখানা, তাতেই রাজ্যজয়ের লম্ফঝম্ফ। এই নতুন জেব্রা শাবকটির পৃথিবীতে শুভাগমন হয়েছে রবিবার গভীর রাতে। আলিপুর চিড়িয়াখানায়।

Updated By: Oct 24, 2016, 09:13 PM IST
 শীতে অবশ্যই চিড়িয়াখানায় যাবেন, দেখতে পাবেন নতুন জেব্রা

ওয়েব ডেস্ক: প্রচণ্ড দূরন্ত। এখনও গোটা একটা দিন পেরোয়নি। সবে পৃথিবীর মুখ দেখেছে, কে বলবে। এলাকাটা ছোট্ট, আসলেতো চিড়িয়াখানা, তাতেই রাজ্যজয়ের লম্ফঝম্ফ। এই নতুন জেব্রা শাবকটির পৃথিবীতে শুভাগমন হয়েছে রবিবার গভীর রাতে। আলিপুর চিড়িয়াখানায়।

আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!

একে নিয়ে আলিপুরে জেব্রার সংখ্যা হল ছটি । জন্ম ইস্তক আগলে রেখেছে মা। এরই মধ্যে পড়শি অন্য জেব্রারাও এসেছে নিয়ম করে খোঁজখবর নিতে। দিন পনেরোর অপেক্ষা, তারপরেই সবাই দেখতে পাবে আলিপুরের নতুন মুখকে। জু-এর অধিকর্তা অবশ্য আরও একটা সুখবর দিয়েছেন। আরও এক জেব্রা মা হবে মাসখানেকের মধ্যে। সব ঠিকঠাক থাকলে  আগামি দু মাসে আলিপুর চিড়িয়াখানায় জেব্রা পরিবারের  সদস্য সংখ্যা বেড়ে হচ্ছে  সাতজন।

আরও পড়ুন  সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেই বদলে নিচ্ছে দমকল

.