কাল থেকে নবান্নে মহাকরণের বোধন, দশমীর সুর রাইটার্স বিল্ডিংয়ে

সেই কোম্পানির আমল থেকে শুরু। দুই শতক পেরিয়ে এবার সেই নিরবচ্ছিন্ন পথ চলায় সাময়িক বিরতি। কাল থেকে হাওড়ার এইচআরবিসি ভবনে সরে যাচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রাণকেন্দ্র। নতুন মহাকরণে কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নর অন্দরের এক্সক্লুসিভ ছবি ২৪ ঘণ্টায়। 

Updated By: Oct 4, 2013, 12:48 PM IST

সেই কোম্পানির আমল থেকে শুরু। দুই শতক পেরিয়ে এবার সেই নিরবচ্ছিন্ন পথ চলায় সাময়িক বিরতি। কাল থেকে হাওড়ার এইচআরবিসি ভবনে সরে যাচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রাণকেন্দ্র। নতুন মহাকরণে কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নর অন্দরের এক্সক্লুসিভ ছবি ২৪ ঘণ্টায়। 
শনিবার থেকেই সাময়িকভাবে পাল্টে যাচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রাণকেন্দ্র। লালদিঘির পাড় থেকে সরে গঙ্গার পশ্চিম পাড়ে ঠাঁই হচ্ছে মহাকরণের। হাওড়ার আকাশছোঁয়া এইচআরবিসি ভবনে। যার পোশাকি নাম নবান্ন। শনিবার থেকেই নতুন ঠিকানায় কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে যাবে সরকারি দফতরগুলির কাজকর্মও। ইতিমধ্যেই নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে নতুন মহাকরণকে। ঐতিহ্যশালী রাইটার্স বিল্ডিংয়ের তুলনায় আধুনিকতায় অনেকটাই এগিয়ে নবান্ন।
ঝাঁ চকচকে এই বহুতলের বিভিন্ন দফতর থেকে শুরু করে ক্যান্টিন, শৌচালয় সবেতেই আধুনিকতার ছোঁয়া। যোগাযোগ ব্যবস্থাতেও বেশ কয়েক ধাপ এগিয়ে নতুন মহাকরণ। থাকছে ওয়াইফাই কানেকশনের ব্যবস্থাও। পনেরোতলা নবান্নর একদম ওপরের তলায় বসবেন মুখ্যমন্ত্রী। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকছে সেই তলায়। নিজের ঘরে বসে যাতে গঙ্গাপাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন মুখ্যমন্ত্রী, সেভাবেই করা হয়েছে ঘরের ইন্টেরিয়র ডিজাইন। তাঁর জন্য থাকছে ব্যালকনির ব্যবস্থাও।
 
নবান্নে যখন বোধন, তখন পুরনো মহাকরণে দশমী। শুক্রবারই তালা পড়ে গেল মুখ্যমন্ত্রীর ঘরে। অন্তত ছমাস বন্ধ থাকবে সেই ঘর যেখানে ২০১১-এর ২০ মে প্রথমবার পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 

২৪ ঘণ্টার ক্যামেরায় দেখুন এইচআরবিসি ভবনের নব মহাকরণের এক্সক্লিসিভ ছবি

.