পুজোর ঢাকে কাঠি, দেবীপক্ষের সূচনা, আজ মহালয়া

পুজোর ঢাকে কাঠি, দেবীপক্ষের সূচনা

Updated By: Oct 4, 2013, 09:17 AM IST

আজ মহালয়। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। প্রতিবছরের মত এবছরও রাত থাকতেই ঘাটে ঘাটে প্রচুর মানুষের সমাগম। দেবীপক্ষের সূচনার মাহেন্দ্রক্ষণে পিতৃপুরুষদের তর্পণের উদ্দেশে এই জমায়েত। এবারও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ভাষ্যপাঠ। তারপর মন্ত্রোচ্চারণ ও তর্পণের আচার শেষ করে গঙ্গাস্নান। শারোদত্‍সবের সূচনা হল এভাবেই। এখন স্রেফ ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। অধীর আগ্রহে অপেক্ষা দেবী বোধনের।
প্রতিবছরের মত এবছরও ভোর হতে না হতেই ঘাটে ঘাটে মানুষের সমাগম। দক্ষিণেশ্বর ও বাবুঘাটে সকাল থেকেই তর্পণের উদ্দেশ্যে ভিড় জমান প্রচুর মানুষ। দেবীপক্ষের সূচনার মাহেন্দ্রক্ষণে পিতৃপুরুষদের তর্পণের উদ্দেশে এই জমায়েত। এবারও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ভাষ্যপাঠ। তারপর মন্ত্রোচ্চারণ ও তর্পণের আচার শেষ করে গঙ্গাস্নান। শারোদত্‍সবের সূচনা হল এভাবেই। এখন স্রেফ ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। অধীর আগ্রহে অপেক্ষা দেবী বোধনের।

.