পুলকার নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের
পুলকার দুর্ঘটনা এড়াতে এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। বৈধ অনুমতি নেই এমন পুলকার বন্ধ করার জন্য নেওয়া হচ্ছে আরও কড়া পদক্ষেপ। এবিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পুলকারের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
পুলকার দুর্ঘটনা এড়াতে এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। বৈধ অনুমতি নেই এমন পুলকার বন্ধ করার জন্য নেওয়া হচ্ছে আরও কড়া পদক্ষেপ। এবিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পুলকারের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
পরিবহণ দফতরের তরফে জারি করা নির্দশেকায় বলা হয়েছে,
দশ বছরের পুরনো কোনও গাড়ি পুলকার হিসেবে ব্যবহার করা যাবে না।
হাল্কা ছাদের গাড়ি পুলকার হিসেবে ব্যবহার করা যাবে না।
পুলকার হিসেবে ব্যবহৃত গাড়ির জন্য প্রতি বছর ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুলকারে পানীয় জল, ফাস্ট এইড বক্সসহ প্রয়াজনীয় সরঞ্জাম রাখা বাধ্যতামূলক।
পুলকার চালানোর সময়ে মোবাইলে কথা বলতে পারবেন না চালক।
অধিকাংশ ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়না বলে এবার রাজ্য সরকারের নির্দেশিকাভুক্ত করা হয়েছে সবকটি বিষয়কে। বুধবার মহাকরণে পুলকারস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবীর রায়ের সঙ্গে বৈঠক করেন পরিবহণ মন্ত্রী। তবে নতুন নিয়ম লাগু করার জন্য একমাস সময় চেয়েছেন আবীর রায়।
সাম্প্রতিককালে রাজ্যে পর পর বেশ কয়েকটি পুলকার দুর্ঘটনার জেরে উদ্বেগ বাড়ছে সব মহলে।