অনেকের টাকা আত্মসাত্ করেছিল ইমরান, ক্যাব চালক খুনে নয়া তথ্য

দুজনেই ইমরানের পরিচিত।  গাড়িরই  কোনও যন্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে পুলিসের অনুমান।  মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার আঘাত করে মাথা থেঁতলে দেওয়া হয়।  সিসিটিভি-র ফুটেজ এখনও হাতে আসেনি।

Updated By: Jan 1, 2019, 06:03 PM IST
অনেকের টাকা আত্মসাত্ করেছিল ইমরান,  ক্যাব চালক খুনে নয়া তথ্য

নিজস্ব প্রতিবেদন: প্রগতি ময়দানে ক্যাব চালকের খুন কাণ্ড নয়া তথ্য। বছর বত্রিশের ইমরান পাড়ার কো অপারেটিভ ব্যাঙ্কের অন্যতম সদস্য ছিল । প্রতিবেশীদের অভিযোগ, অনেকের থেকে টাকাও আত্মসাত্‍ করেছে এই যুবক। অনেককেই এড়িয়ে চলত ইমরান। ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে সেদিন ক্যাবে ইমরান ছাড়াও আরও দুজন ছিল।

আরও পড়ুন: রাতভর নিখোঁজের পর অ্যাপ ক্যাব চালকের দেহ উদ্ধার

দুজনেই ইমরানের পরিচিত।  গাড়িরই  কোনও যন্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে পুলিসের অনুমান।  মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার আঘাত করে মাথা থেঁতলে দেওয়া হয়।  সিসিটিভি-র ফুটেজ এখনও হাতে আসেনি।

আরও পড়ুন -  পরকীয়ায় পথের কাঁটা সন্তান! শিশুপুত্রকে খুন মায়ের

প্রসঙ্গত, রবিবার রাত দুটো থেকে খোঁজ ছিল না ইমরানের। সোমবার সকালে আরুপোতায় রাস্তার ধারে গাড়ি দেখে প্রথমে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরেই দেখা যায় পাশের ঢালু জমিতে আগাছার মাঝে পড়ে রয়েছে  ক্ষতবিক্ষত দেহ। গাড়ির নম্বর দেখে ইমরানের পরিচয় জানতে পারে পুলিস।

.