ভোটের পর দিল্লিতে Modi-Mamata প্রথম সাক্ষাৎ, নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী

 বুধবার একুশে জুলাইয়ের মঞ্চে ২০২৪ সালের আগে বিজেপি বিরোধী সব শক্তিকে নিয়ে ফ্রন্ট গঠনের সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Updated By: Jul 22, 2021, 05:44 PM IST
ভোটের পর দিল্লিতে Modi-Mamata প্রথম সাক্ষাৎ, নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: চলতি মাসে দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী কাছে সাক্ষাতের সময় চেয়েছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানালেন, সময় দেওয়া হয়েছে তাঁকে। তবে কবে বা কী নিয়ে আলোচনা  তা ভাঙতে চাননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

গত ১৫ জুলাই মুখ্যমন্ত্রী বলেছিলেন,'নির্বাচনে জেতার পর দিল্লি যেতে পারিনি। কারণ এখানে কোভিড ছিল। এখন কোভিড পরিস্থিতি একদম ঠিকঠাক। আমি একবার সংসদে যাই। পুরনো ও নতুন বন্ধুদের সঙ্গে দেখা হয়। এবারও যাব। কবে যাব এখনও ভাবিনি। দিল্লিতে সব নেতাদের সঙ্গে কথা বলব। সময় পেলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব।'  তাঁকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। এ দিন সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) বলেন,'দু-তিন দিনের জন্য দিল্লি যাব। প্রধানমন্ত্রীর সময় পেয়েছি। দেখা করব। রাষ্ট্রপতির কাছেও যাব। অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও কথা বলব।'

 বুধবার একুশে জুলাইয়ের মঞ্চে ২০২৪ সালের আগে বিজেপি বিরোধী সব শক্তিকে নিয়ে ফ্রন্ট গঠনের সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আসন্ন দিল্লি সফরও যে সেই লক্ষ্যে তেমন বার্তাও দিয়েছেন। তৃণমূল নেত্রী বলেছেন,'একসঙ্গে কাজ করার জন্য ফ্রন্ট তৈরি করুন। এখন থেকে পরিকল্পনা করুন।  যত সময় নষ্ট করবেন, তত নষ্ট হবে। পরের সপ্তাহে ২-৩ দিনের জন্য আমি দিল্লি যাব। সংসদ চললে সকলের সঙ্গে দেখা হয়। দু'বছর যেতে পারিনি। গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দেখা করব। শরদজি আছেন, চিদম্বরমজি আছেন। আপনারা যদি মিটিং করতে চান ২৭, ২৮, ২৯ তারিখ আমি তিনদিন থাকব। এই ৩ দিনের মধ্যে বৈঠক করতে পারলে আমরা কথা বলতে পারি।'

আরও পড়ুন- পয়লা সেপ্টেম্বর থেকে মহিলাদের মাসে মাসে পকেটমানি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

 

.