নারদের স্টিং অপারেশনের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে দল হিসেবে বাতিল করার দাবি কংগ্রেসের

নারদের স্টিং অপারেশনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকে দল হিসেবে বাতিল করা হোক। নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিল কংগ্রেস। রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। বেশ কয়েকটি জেলায় বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ মানস ভুঁইঞার।

Updated By: Mar 15, 2016, 09:15 AM IST
নারদের স্টিং অপারেশনের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে দল হিসেবে বাতিল করার দাবি কংগ্রেসের

ওয়েব ডেস্ক: নারদের স্টিং অপারেশনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকে দল হিসেবে বাতিল করা হোক। নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিল কংগ্রেস। রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। বেশ কয়েকটি জেলায় বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ মানস ভুঁইঞার।

তৃণমূলকে বাতিল করার কংগ্রেসের প্রস্তাবকে কটাক্ষ মুকুল রায়ের। তাঁর দাবি, নির্বাচন কমিশনের কাছে তৃণমূলও এ ব্যাপারে নথি জমা দিয়েছে।

যদি এই স্টিং অপারেশ ভুয়ো প্রমাণিত হয়, তাহলে নারদ ওয়েব পোর্টালের বিরুদ্ধে পথে নামবে বামেরা। রাজ্য সরকার আগে ভিডিওর ফরেনসিক পরীক্ষা করাক। মন্তব্য, সিপিএম নেতা শতরূপ ঘোষের।

তৃণমূলের বিরুদ্ধে কুত্সা ছড়াতে এক হয়েছে বিজেপি, কংগ্রেস ও বামেরা। চব্বিশ ঘণ্টার সোজাকথা অনুষ্ঠানে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। উঠল দুহাজার একের তেহেলকার স্টিং অপারেশনের প্রসঙ্গও।    

তৃণমূল না করলে তিনি মামলা করতেন। সোজাকথা অনুষ্ঠানে মন্তব্য কংগ্রেস নেতা আব্দুল মান্নানের।

.