নারদকাণ্ডে নয়া মোড়, এবার ‘অ্যাপল’-কে চিঠি সিবিআইয়ের
৪২৮ মিনিটের একটি ভিডিও ফুটেজ, আর তাতেই তোলপাড় হয়েছিল বঙ্গ রাজ্য রাজনীতি। নারদ স্টিং অপারেশনের ওই ভিডিও ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের সম্পর্কে ইতিমধ্যেই তথ্য জোগাড় করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
নিজস্ব প্রতিবেদন: নারদকাণ্ডে অ্যাপল সংস্থাকে চিঠি সিবিআই-এর। আই ফোন দিয়েই স্টিং অপারেশনটি করা হয়েছিল কিনা, তা জানতে চেয়েই চিঠি পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা। যদিও তথ্য দিতে অস্বীকার করেছে অ্যাপল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: দাঙ্গাবাজদের ধরে দিতে পারলেই মিলবে চাকরি-টাকা : মমতা
৪২৮ মিনিটের একটি ভিডিও ফুটেজ, আর তাতেই তোলপাড় হয়েছিল বঙ্গ রাজ্য রাজনীতি। নারদ স্টিং অপারেশনের ওই ভিডিও ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের সম্পর্কে ইতিমধ্যেই তথ্য জোগাড় করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর্থিক লেনদেনের ও এই স্টিং অপারেশনের নেপথ্যে ম্যাথুর কী উদ্দেশ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। এবার তদন্তে আরও এক ধাঁপ এগল সিবিআই।
আরও পড়ুন: পুকুরে পাড়েই সন্ধ্যার পর মিলছে তার পায়ের ছাপ! এবার আতঙ্ক মধুপুরে
আই ফোন দিয়েই স্টিং অপারেশনটি করা হয়েছিল কিনা, তা জানতে চেয়েই চিঠি পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা। যদিও বিষয়টি ভালোভাবে নেয়নি অ্যাপল। সিবিআইকে তথ্য দিতে অস্বীকার করেছে অ্যাপল কর্তৃপক্ষ। বিদেশমন্ত্রকের মাধ্যমে রিকুইজিশন চাইল তারা। বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছেন সিবিআই আধিকারিকরা।