কাল ১২টি পুরসভায় ভোট, সন্ত্রাসের অভিযোগ বাম-কংগ্রেসের
আগামিকাল, শনিবার রাজ্যে ১২টি পুরসভায় ভোট। যে পুরসভাগুলিতে কাল ভোট হবে সেগুলি হল গুসকরা, বর্ধমান টাউন, পানিহাটি, হাবরা,দুবরাজপুর, চাকদহ,ডালখোলা, আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, বালুরঘাট,ডায়মন্ডহারবার।
আগামিকাল, শনিবার রাজ্যে ১২টি পুরসভায় ভোট। যে পুরসভাগুলিতে কাল ভোট হবে সেগুলি হল গুসকরা, বর্ধমান টাউন, পানিহাটি, হাবরা,দুবরাজপুর, চাকদহ,ডালখোলা, আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, বালুরঘাট,ডায়মন্ডহারবার।
পুর ভোটেও পর্যাপ্ত বাহিনী নেই। শেষ মুহূর্তে ক্ষুব্ধ কমিশন ফের চিঠি পাঠাল স্বরাষ্ট্র দফতরে। ১২টি পুরসভার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিল কমিশন। সেই দাবি না মানলেও পর্যাপ্ত নিরাপত্তারক্ষী দিতে রাজি হয়েছিল রাজ্য। কিন্তু পুরভোটের আগের দিন পর্যন্ত পর্যাপ্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করল না সরকার।
পঞ্চায়েত ভোটের পর পুর ভোট। রাজ্যের ১২টি পুরসভার নির্বাচন। গ্রামীণ ভোটের পর মফস্বলের জনমনের হদিস পাওয়ার ভোট। ১২টি পুরসভার মোট ২৪৪তে ওয়ার্ডে নিজেদের মত জানাবেন ৮ লক্ষ ৪৬ হাজার ৩৬৬ জন ভোটার।
ভোট শান্তিপূর্ণ করতে কমিশনের দাবি ছিল প্রত্যেক বুথে অন্তত পক্ষে দুজন সশস্ত্র ও দুজন লাঠিধারি পুলিস রাখতে হবে। কিন্তু কমিশনের দাবি মত সশস্ত্র বাহিনী পাওয়া যায়নি। এই অবস্থায় পুর ভোটে অশান্তির আশা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য পঞ্চায়েত ভোটের মত পুর ভোটেও তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন। তবে এইসবের মাঝে বীরভূমের দুবরাজপুর সমেত বেশ কিছু কেন্দ্রে শেষ মুহূর্তে সশস্ত্র বাহিনী পাঠিয়েছে রাজ্য সরকার।