বামে রেজ্জাক, ডানে ইনটাক, নয়া রাজনৈতিক সমীকরণ সন্ধানী মুকুল

বামপন্থী রেজ্জাক মোল্লার ইফতারে ডাক পেলে তিনি যেতে তৈরি। আবার ডানপন্থী ইনটাকও মুকুল রায়ের কাছে অচ্ছুত্‍ নয়। সোমবার ইনটাক দফতরে যান তিনি। প্রকাশ্যে অবশ্য মুকুল বলছেন, কোনও বৈঠক হয়নি। প্রশ্ন উঠছে, তাহলে কেন গিয়েছিলেন তিনি? নেপথ্যে কোন পলিটিক্যাল ইকুয়েশন?

Updated By: Jul 7, 2015, 04:33 PM IST
বামে রেজ্জাক, ডানে ইনটাক, নয়া রাজনৈতিক সমীকরণ সন্ধানী মুকুল

ব্যুরো: বামপন্থী রেজ্জাক মোল্লার ইফতারে ডাক পেলে তিনি যেতে তৈরি। আবার ডানপন্থী ইনটাকও মুকুল রায়ের কাছে অচ্ছুত্‍ নয়। সোমবার ইনটাক দফতরে যান তিনি। প্রকাশ্যে অবশ্য মুকুল বলছেন, কোনও বৈঠক হয়নি। প্রশ্ন উঠছে, তাহলে কেন গিয়েছিলেন তিনি? নেপথ্যে কোন পলিটিক্যাল ইকুয়েশন?

চোদ্দই জুলাই হজ হাউসে ইফতার পার্টিতে মুখোমুখি হতে চলেছেন রেজ্জাক মোল্লা ও মুকুল রায়। দুই শিবিরের দুই প্রাক্তন হেভিওয়েটের সাক্ষাত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সোমবার নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা আরও একধাপ উস্কে দিলেন স্বয়ং মুকুল রায়। এদিন ইনটাক দফতরে গিয়ে রমেন পাণ্ডে, সন্তোষ পাঠকের মতো নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে  ইনটাকের তরফে এক প্রেস বিবৃতিতে বৈঠকের নির্যাস তুলে ধরা হয়।

মুকুল রায়কে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য সংগঠনের তরফে আর্জি  জানানো হয়েছে।

বৈঠকে মুকুল রায় নয়া দল গড়ার কথা জানিয়েছেন বলে দাবি ইনটাক নেতৃত্বের।

নতুন রাজনৈতিক দল গড়ছেন মুকুল রায়। দল গড়ার পরেই কোনও জোটে যাবেন কিনা, সে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন।

তাঁর নতুন দল এবং জোট বাংলার রাজনৈতিক ভবিষ্যত্‍ বদলে দিতে পারে।

ইনটাক দফতরে আলোচনাকে অবশ্য মুকুল রায় বৈঠক বলতে নারাজ। তাঁর কথায়, দেখা হয়েছে, বৈঠক নয়। কিন্তু কী কথা হল?খাতায়-কলমে এখনও তৃণমূল সাংসদ সে ব্যাপারে  মন্তব্য না করলেও জল্পনা দানা বাঁধছে।

 

.