বিশ্ববঙ্গ সম্মেলনে ভুটানের ড্রুক এয়ার সংস্থার সঙ্গে মউ সাক্ষর বিএপিএল-এর

বিশ্ববঙ্গ সম্মেলনের প্রথম বাণিজ্য সমঝোতা। আন্তর্জাতিক উড়ান মানচিত্রে এসে গেল দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর। ভুটানের ড্রুক এয়ার সংস্থার সঙ্গে এই মর্মে মউ স্বাক্ষর হল বেঙ্গল এয়ারোট্রোপোলিস প্রজেক্ট লিমিটেডের। কলকাতা ও দিল্লিতে বিমান যোগাযোগ রয়েছে ব্রুক এয়ারের। তবে অন্ডালে এখনই তারা যাত্রীবাহী বিমান চালাতে পারবে না। কারণ অন্ডালের সেই অনুমতি নেই। তাই কারিগরি সহায়তার জন্য ব্যবহার করা হবে, অন্ডালকে। যার মধ্যে রয়েছে অন্ডালের হ্যাঙ্গারে বিমান রাখা এবং জ্বালানি ভরা। অন্ডালের বিমান জ্বালানিকে করমুক্ত ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেজন্য বহু বিমান সংস্থাই অণ্ডাল থেকে জ্বালানি ভরাতে আগ্রহী। অন্ডাল বিমানবন্দর সূত্রে খবর, আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবার ছাড়পত্র পেতে শিগগিরই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে আবেদন জানাবে তারা। 

Updated By: Jan 9, 2016, 04:10 PM IST
বিশ্ববঙ্গ সম্মেলনে ভুটানের ড্রুক এয়ার সংস্থার সঙ্গে মউ সাক্ষর বিএপিএল-এর

ওয়েব ডেস্ক: বিশ্ববঙ্গ সম্মেলনের প্রথম বাণিজ্য সমঝোতা। আন্তর্জাতিক উড়ান মানচিত্রে এসে গেল দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর। ভুটানের ড্রুক এয়ার সংস্থার সঙ্গে এই মর্মে মউ স্বাক্ষর হল বেঙ্গল এয়ারোট্রোপোলিস প্রজেক্ট লিমিটেডের। কলকাতা ও দিল্লিতে বিমান যোগাযোগ রয়েছে ব্রুক এয়ারের। তবে অন্ডালে এখনই তারা যাত্রীবাহী বিমান চালাতে পারবে না। কারণ অন্ডালের সেই অনুমতি নেই। তাই কারিগরি সহায়তার জন্য ব্যবহার করা হবে, অন্ডালকে। যার মধ্যে রয়েছে অন্ডালের হ্যাঙ্গারে বিমান রাখা এবং জ্বালানি ভরা। অন্ডালের বিমান জ্বালানিকে করমুক্ত ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেজন্য বহু বিমান সংস্থাই অণ্ডাল থেকে জ্বালানি ভরাতে আগ্রহী। অন্ডাল বিমানবন্দর সূত্রে খবর, আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবার ছাড়পত্র পেতে শিগগিরই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে আবেদন জানাবে তারা। 

.