মহিলা কনস্টেবলকে কুপ্রস্তাব: বহাল তবিয়তেই নিউ টাউন থানার আইসি

বহাল তবিয়তেই রয়েছেন নিউ টাউন থানার আইসি অশেষ বিক্রম দস্তিদার।  উল্টে বদলি করা হয়েছে অভিযোগকারিকেই। বদলি স্থল পূর্তভবনের আরও- অফিস। দুদিন আগে আইসির বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন থানায় কর্মরত এক মহিলা কনস্টেবল। তাঁর অভিযোগ ছিল, চাইল্ড কেয়ার লিভ চাইতে গেলে আইসি তাকে কুপ্রস্তাব দেন।

Updated By: Nov 20, 2013, 01:07 PM IST

বহাল তবিয়তেই রয়েছেন নিউ টাউন থানার আইসি অশেষ বিক্রম দস্তিদার।  উল্টে বদলি করা হয়েছে অভিযোগকারিকেই। বদলি স্থল পূর্তভবনের আরও- অফিস। দুদিন আগে আইসির বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন থানায় কর্মরত এক মহিলা কনস্টেবল। তাঁর অভিযোগ ছিল, চাইল্ড কেয়ার লিভ চাইতে গেলে আইসি তাকে কুপ্রস্তাব দেন।
চব্বিশ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পর দুদিন কেটে গেলেও এখনও সরকারি ভাবে কোনও তদন্ত শুরু হয়নি। গতকাল বিধাননগর কমিশারেটে অভিযোগ জানাতে গিয়েও হতাশ হয়েই ফিরতে হয়েছে মহিলা কনস্টেবলকে।  অভিযোগকারী মহিলার বক্তব্য, মাত্র মিনিট দুয়েক তাঁকে সময় দেওয়া হয়। কার্যত কোনও অভিযোগই তাঁকে করতে দেওয়া হয়নি।  বিধাননগর পুলিসের কর্তারা কোনও তদন্ত শুরু না-করায় ক্ষোভ তৈরি হয়েছে পুলিসের নিচুতলার কর্মীদের মধ্যে।
আইসি-কে আড়ালের চেষ্টার অভিযোগ উঠতে শুরু করেছে। 
তবে যে চাইল্ড কেয়ার লিভ নিয়ে বিতর্কের সূত্রপাত, চাপের মুখে মহিলা কনস্টেবলের সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। আজ থেকে ছ-মাসের জন্য ছুটিতে গেছেন ওই কনস্টেবল। গতকালই নিউটাউন কাণ্ডের তদন্তের নির্দেশ দেয় মানবাধিকার কমিশন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের  এডিজিকে। তিনসপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা পড়বে কমিশনে।

.