সেপ্টেম্বরে ২ দিনের সফরে কলকাতায় মোহন ভাগবত, দেবেন একুশের পাঠ

২২ সেপ্টেম্বর কলকাতায় পা রাখবেন মোহন ভাগবত। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Sep 15, 2020, 05:24 PM IST
সেপ্টেম্বরে ২ দিনের সফরে কলকাতায় মোহন ভাগবত, দেবেন একুশের পাঠ

নিজস্ব প্রতিবেদন: পুজোর আগে কলকাতায় আসছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। দু'দিনের সফরে রাজ্যের সংগঠনের হালহকিকত দেখবেন বলে খবর। আরএসএসের (RSS) দাবি, করোনা পরিস্থিতিতে সংগঠনের জনসেবা সম্পর্কে খোঁজখবর নেবেন ভাগবত (Mohan Bhagwat)।

২২ সেপ্টেম্বর কলকাতায় পা রাখবেন মোহন ভাগবত। থাকবেন দু'দিন। একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেবেন সরসঙ্ঘ চালক। ২৪ সেপ্টেম্বর বাংলা ছাড়বেন। ভাগবতের সফরসূচি ভাঙতে চাইছে না সঙ্ঘ। তাদের দাবি, আমপান ও করোনা পরিস্থিতিতে রাজ্য আরএসএসের জনসেবামূলক কাজগুলি খতিয়ে দেখবেন মোহন ভাগবত। 

এর আগেও কলকাতায় এসেছেন মোহন ভাগবত। তাঁর সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতানেত্রীরা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে খবর। আরএসএস সূত্রে খবর, নির্বাচনের আগে সঙ্ঘের কাজের অগ্রগতি দেখতে আসছেন ভাগবত। এর পাশাপাশি সাংগঠনিকভাবে কী অবস্থায় রয়েছে সঙ্ঘ, তাও জানবেন মোহন ভাগবত। এরপর করবেন ভবিষ্যতের দিশা নির্ধারণ। বিজেপি নেতারও মোহন ভাগবতের অপেক্ষায়। সূত্রের খবর, নালিশ-অভিযোগ, দাবিদাওয়া নিয়ে হাজির হবেন তাঁরা।   

একুশের নির্বাচনে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। আরএসএস ছাড়া সেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয় বলেই মত রাজনীতির কারবারিদের। তৃণমূলস্তরে আরএসএসের কর্মীরাই বিজেপির সংগঠনের ভরসা। বাংলায় সক্রিয় রয়েছে সঙ্ঘের ৩৭টি সংগঠন। এর পাশাপাশি আরও বেশি কিছু সংগঠন আছে, যারা গেরুয়া ছোঁয়াচ এড়িয়ে আড়ালে কাজ করে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার আরএসএস-বিজেপিকে একবন্ধনীতে ফেলে নিশানা করেছেন। সেই আরএসএসের প্রধান মোহন ভাগবত আসছেন কলকাতায়। ফলে আলাদা তাৎপর্য থাকছে তাঁর সফরের।   

আরও পড়ুন-  'কতজন মারা গিয়েছে, কতজনের চাকরি গিয়েছে, জানে না, এই অমানবিক সরকারের শেষ কবে?'

.