শঙ্খ ঘোষের প্রয়াণে শোকবার্তা মোদি-মমতার, টুইট শাহ-নাড্ডা-ধনখড়ের

কবির বাসভবনে যান ফিরহাদ হাকিম

Updated By: Apr 21, 2021, 02:00 PM IST
শঙ্খ ঘোষের প্রয়াণে শোকবার্তা মোদি-মমতার, টুইট শাহ-নাড্ডা-ধনখড়ের

নিজস্ব প্রতিবেদন: করোনায় প্রয়াত কবি শঙ্খ ঘোষ। কবির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সাহিত্যজগতে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,'ভারতীয় সাহিত্যে তাঁর অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন শঙ্খ ঘোষ। তাঁর প্রয়াণে দুঃখিত। আমার সমবেদনা রইল। ওঁ শান্তি।' 

বালুরঘাটের সভায় খবর পেয়ে সেখান থেকেই কবির পরিবারের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর। শোকবার্তায় মমতা বলেন, 'বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ  সকালে কলকাতায় নিজ বাসভবনে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৯ বছর। শঙ্খবাবু যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ওকাম্পোর রবীন্দ্রনাথ, ধূম লেগেছে হৃদকমলে, এ আমির আবরণ। জ্ঞানপীঠ,  পদ্মভূষণ, দেশিকোত্তম, সাহিত্য অকাদেমি, রবীন্দ্র স্মৃতি  পুরস্কারসহ অজস্র সম্মানে তিনি ভূষিত হয়েছেন।  শঙ্খবাবুর সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত শঙ্খ ঘোষের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

আরও পড়ুন: সাহিত্য জগতে ইন্দ্রপতন, করোনায় প্রয়াত কবি শঙ্খ ঘোষ

টুইট করে শোকজ্ঞাপন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লেখেন, 'বর্ষীয়ান কবি তথা সাহিত্য অকাদেমি ও পদ্মভূষণ বিজয়ী শঙ্খ ঘোষের প্রয়াণে গভীরভাবে দুঃখিত। বাংলা সাহিত্যে অপূরণীয় ক্ষতি। ওঁনার আত্মা শান্তি পাক'। টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। লেখেন, 'বিখ্যাত বাংলা কবি ও সাহিত্য অকাদেমি বিজয়ী শ্রী শঙ্খ ঘোষের প্রয়াণে দুঃখিত। সমাজের সমকালীন পরিস্থিতিতে তাঁর কবিতার জন্য সবাই তাঁকে মনে রাখবে। আমার গভীর শান্তনা ওঁর পরিবার ও অনুগামীদের প্রতি। ওঁ শান্তি।' বাংলায় টুইট করেন বিজেপি সভাপতি জে পি নাড্ডাও। লেখেন, 'পদ্মভূষণ সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান ও জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত বাংলার বিখ্যাত কবি শঙ্খ ঘোষের প্রয়ানে আমি গভীর ভাবে শোকাহত। ওনার আত্মার চির শান্তি কামনা করি।'

কবির বাসভবনে যান ফিরহাদ হাকিম। শোকজ্ঞাপন করে বলেন, 'বাঙালি বলতে যাদের নিয়ে গর্ব বোধ করি তাঁদের মধ্যে অন্যতম শঙ্খ ঘোষ। সবচেয়ে খারাপ লাগার যেটি, কোভিডের মধ্যে চলে গেলেন।' প্রসঙ্গত, পরিবারের কথা মতো গান স্যালুট বাদ দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার কথা জানান মুখ্যমন্ত্রী। নিমতলা শ্মশানে নীরবে হবে শেষকৃত্য।

.