বিধায়কের নামে কাটমানি নেওয়ার পোস্টার পড়ল খাস কলকাতায়
তালিকার শীর্ষে রয়েছে বিধায়ক স্বর্ণকমল সাহার নাম।
নিজস্ব প্রতিবেদন : খাস কলকাতায় বিধায়কের নামে পড়ল কাটমানি নেওয়ার পোস্টার। ৫৭ নম্বর ওয়ার্ডের পর এবার ৫৮ নম্বর ওয়ার্ডে পোস্টার পড়ল। ২৭ দিনের মাথায় ফের পড়ল পোস্টার। বিধায়ক স্বর্ণকমল সাহার নামে এই পোস্টার পড়েছে। এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।
এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা। তাঁর বিরুদ্ধে ধাপা এলাকায় বেআইনিভাবে জমি বিক্রির অভিযোগ করা হয়েছে পোস্টারে। বাইপাস লাগোয়া সিলভার স্প্রিং প্রকল্পের পাশের ধাপা রোডে সব মিলিয়ে ২১টি পোস্টার পড়েছে। রাতের অন্ধকারে লাগানো হয়েছে পোস্টারগুলি।
আরও পড়ুন, বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক দেওরের, স্ত্রীর গায়ে আগুন দিয়ে খুন করল যুবক!
দেখা যাচ্ছে, পোস্টারগুলি ধাপা ট্যাংরা নাগরিক সমিতির ব্যানারে দেওয়া হয়েছে। পোস্টারগুলিতে তৃণমূল নেতাদের বিরূদ্ধে সব মিলিয়ে ১১টি অভিযোগ আনা হয়েছে। আর সেই তালিকার শীর্ষে রয়েছে বিধায়ক স্বর্ণকমল সাহার নাম।