EXCLUSIVE BREAKING: সারদার পর এবার রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে আজই তলব CBI-এর

আজ, বৃহ্স্পতিবারই তাঁকে দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে রাজীব কুমার এদিন সিবিআই দফতরে হাজির থাকতে পারবেন না বলে সিজিও কমপ্লেক্সে গিয়ে জানিয়ে দেন সিআইডি আধিকারিকরা। 

Updated By: Aug 8, 2019, 01:08 PM IST
EXCLUSIVE BREAKING: সারদার পর এবার রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে আজই তলব CBI-এর

নিজস্ব প্রতিবেদন: কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারকে এবার নোটিস পাঠাল সিবিআই। রোজভ্যালিকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠিয়েছেন তদন্তকারীরা। আজ, বৃহ্স্পতিবারই তাঁকে দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল।

তবে রাজীব কুমার এদিন সিবিআই দফতরে হাজির থাকতে পারবেন না বলে সিজিও কমপ্লেক্সে গিয়ে জানিয়ে দেন সিআইডি আধিকারিকরা। 

সিবিআই দফতর থেকে বেরিয়ে যাচ্ছেন সিআইডি আধিকারিকরা

সিআইডি জানিয়েছে, রাজীব কুমার ২ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। 

প্রসঙ্গত,  সারদা মামলায় রাজীব কুমারকে শিলংয়ে নিয়ে গিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ দেয়।  গত ১৭ মে সেই রক্ষাকবচের মেয়াদ বাড়াতে অস্বীকার করে শীর্ষ আদালত ।  তাঁকে ৭ দিনের আইনি সুরক্ষা দেয় শীর্ষ আদালত।

তার  মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এরপর বারাসত আদালতে  আগাম জামিনের আর্জি জানিয়ে মামলা করেন রাজীব কুমার। কিন্তু আবেদন ক্রুটিপূর্ণ হওয়ায় তা গৃহীত হয়নি। এরপর রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই।  হাজিরা দেওয়ার জন্য রাজীব কুমারকে নোটিশ পাঠানো হয়। কিন্তু বারাণসীতে ছুটি কাটাচ্ছেন জানিয়ে হাজিরা এড়িয়ে যান রাজীব কুমার।  

শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হল গুলাম নবি আজ়াদকে

সিবিআই-এর নোটিস খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। এর আগে গত ২ জুলাই এই মামলার শুনানি ছিল। সেদিন রাজীবের গ্রেফতারির অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি আশা অরোরার সিঙ্গল বেঞ্চ। কিছুটা হলেও স্বস্তি পান রাজীব কুমার। গত ১৭ জুলাই থেকে হাইকোর্টে টানা রাজীব কুমার মামালটি চলে। 

এবার নতুন করে রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে জেরা করতে চায় সিবিআই। এবারও কি আইনি পথেই হাঁটবেন রাজীব কুমার, সেটাই দেখার। 

.