টানা ২৪ ঘণ্টার চেষ্টায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা গেলেও সঙ্কটেই সৌমিত্র

সবেমিলিয়ে টানা ১৩ দিন সৌমিত্রর মস্তিষ্কের স্নায়ুর কোনও সাড়া নেই। এটাই এখন চিকিত্সকদের কাছে বড় চ্যালেঞ্জ

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Nov 2, 2020, 11:07 PM IST
টানা ২৪ ঘণ্টার চেষ্টায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা গেলেও সঙ্কটেই সৌমিত্র
ফাইল ছবি

তন্ময় প্রামাণিক

রবিবার সন্ধের পর থেকে টানা ২৪ ঘণ্টার চেষ্টায় শেষপর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে সমর্থ হলেন চিকিত্সকেরা। এমনটাই জানানো হয়েছে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে।

আরও পড়ুন-বিজেপিতেই যোগ দিচ্ছেন শুভেন্দু! 'নিশ্চিত' গেরুয়া শিবির

রবিবার অভিনেতার হিমোগ্লোবিন ও প্লেটলেটের মাত্র অনেকটাই নেমে গিয়েছিল। সোমবারও তা নীচের দিকেই রয়েছে। তবে দেশের বিভিন্ন অঙ্গের ওপরে এর যে প্রভাব পড়েছিল তা আপাতত স্থিতিশীলই রয়েছে। গতকাল সন্ধেয় হাসপাতালের তরফে জানানো হয়, ৪ ইউনিট রক্ত দিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। রক্তক্ষরণ কোথা থেকে হচ্ছে তা খুঁজে বের করতে মরিয়া চিকিত্সকেরা। সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে তা জানার চেষ্টা চলছে।

সবেমিলিয়ে টানা ১৩ দিন সৌমিত্রর মস্তিষ্কের স্নায়ুর কোনও সাড়া নেই। এটাই এখন চিকিত্সকদের কাছে বড় চ্যালেঞ্জ।  অভ্যন্তরীণ রক্তক্ষরণ গতকাল পরিস্থিতি অত্যন্ত জটিল করে তুলেছিল। সেটা বন্ধ হয়েছে। এটাই এখন বড় খবর। গতকাল থেকেই রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করছিলেন রেডিওলজি, অ্যানাস্থেসিয়া ও সিটিভিএস সার্জেনরা।

আরও পড়ুন-'বিমল গুরুং আইনের ঊর্ধ্বে না, একসাথে কাজ সম্ভব নয়', বিস্ফোরক বিনয়

হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও একশো শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা। সবেমিলিয়ে সৌমিত্রর অবস্থা এখনও সঙ্কটজনকই।

.