Jobs In Rail: ছোটবেলার বন্ধুকে রেলে চাকরি দেওয়ার নামে বিপুল টাকা প্রতারণা, পাটুলি থেকে গ্রেফতার অভিযুক্ত

 অভিযুক্ত শিবাজী বলেন, সকালে মর্নি ওয়ার্ক করতে বেরিয়েছিলাম, পুলিস ধরে নিয়েছে। বাড়ির কেউ জানেও না 

Updated By: Jun 19, 2022, 12:47 PM IST
Jobs In Rail: ছোটবেলার বন্ধুকে রেলে চাকরি দেওয়ার নামে বিপুল টাকা প্রতারণা, পাটুলি থেকে গ্রেফতার অভিযুক্ত

তথাগত চক্রবর্তী: ছোটবেলার বান্ধবীকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার পাটুলির এক ব্যক্তি। তবে গ্রেফতার হয়ে তাঁর দাবি, তাঁর ছেলেই তাঁকে ফাঁসিয়েছে।

রেলে চাকরি দেওয়ার নাম করে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ করেন গড়িয়ার ফরতাবাদের বাসিন্দা রূপা ঘোষ। নরেন্দ্রপুর থানায় করা অভিযোগ পত্রে তাঁর দাবি তাঁর কাছে থেকে ওই বিপুল টাকা নিয়েছেন তাঁর ছোটবেলার বন্ধু শিবাজী দাসগুপ্ত।

ওই টাকা দেওয়ার পর হাতে রেলের নিয়োগপত্রও পেয়ে যান রূপা ঘোষ। কিন্তু চাকরিতে যোগ দিতে গিয়ে দেখেন তিনি প্রতারিত হয়েছে। এরপরই তিনি এনিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে আজ পুলিস শিবাজী দাসগুপ্তকে পাটুলি থেকে গ্রেফতার করে। সেইসময় তিনি মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন।

এদিকে, অভিযুক্ত শিবাজী বলেন, সকালে মর্নি ওয়ার্ক করতে বেরিয়েছিলাম, পুলিস ধরে নিয়েছে। বাড়ির কেউ জানেও না আমাকে গ্রেফতার করা হয়েছে। আমার ছেলে ঋষিরাজই আমাকে ফাঁসিয়েছে। ওই টাকাটা নিয়েছিল। এসবের কোনও কিছুই আমি জানতাম না। এর মধ্য়েই আমি ছিলাম না। আমার ছেলেকে না পেয়ে আমার নামে অভিযোগ হয়েছে।

আরও পড়ুন-রবিবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি দিয়ে কমল তাপমাত্রা 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.