Mamata: প্রথম বৈঠকেই 'টাফ' মুখ্যমন্ত্রী, তোপের মুখে ৩ মন্ত্রী ও প্রাক্তন মন্ত্রী
মমতার (Mamata Banerjee) কোপে রাজ্যের তিন মন্ত্রী- সৌমেন মহাপাত্র, অরূপ রায়, মলয় ঘটক এবং প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: তৃতীয়বার ক্ষমতায় আসার প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। আর প্রথম বৈঠকেই মমতা (Mamata Banerjee) বুঝিয়ে দিলেন, কাজে গড়িমসি বরদাস্ত করবেন না। নবান্ন সূত্রের খবর, বুধবার তাঁর কোপে পড়েন রাজ্যের তিন মন্ত্রী- সৌমেন মহাপাত্র, অরূপ রায়, মলয় ঘটক এবং প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
শুরুতেই মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)। ডিভিসি জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রের টালবাহানায় ঝুলে রয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যান। এর পাশাপাশি দিঘা ও সুন্দরবন মাস্টারপ্ল্যানের প্রস্তাবও রয়েছে রাজ্যে। দাবিদাওয়াগুলি নিয়ে কেন দিল্লি যাননি, তা সেচমন্ত্রীর কাছে জানতে চান মমতা (Mamata Banerjee)। বলেন, '১০ দিন আগে দিল্লি যেতে বলেছিলাম। এখনও যেতে পারলে না?’ সমবায় ব্যাঙ্কের অডিট নিয়ে মমতার ভর্ৎসনা শুনতে হয় সমবায় মন্ত্রী অরূপ রায়কে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন,'কো-অপারেটিভ ব্যাঙ্কের অডিট হচ্ছে না কেন? তদন্ত করতে গেলেও কি হাইকোর্টের অনুমতি প্রয়োজন?' মুখ্যমন্ত্রীকে না জানিয়ে জুডিশিয়াল মিউজিয়াম করায় তোপের মুখে পড়েন পূর্তমন্ত্রী মলয় ঘটক।
বৈঠকে না থেকেও মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তাঁর দফতরের বেলাগাম খরচ নিয়ে প্রশ্ন তুলে মমতা (Mamata Banerjee) বলেন,'যেভাবে খরচ হয়েছে তা 'ক্রিমিনাল অফেন্স'।
বাদ যাননি জেলাশাসকরা। 'দুয়ারে সরকার' ক্যাম্পে অব্যবস্থার কারণে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন। এলাকা পরিদর্শনে কেন যাননি, তা জানতে চান উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে। তাঁকে পরামর্শ দেন, 'যে সব এলাকায় সমস্যা আছে সেখানে যেতে হবে।'
আরও পড়ুন- Lokkhir Bhandar: রাজ্যের বুথে বুথে 'লক্ষ্মীর ভান্ডার', সিদ্ধান্ত নবান্নের