Mamata Banerjee: 'একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট তৈরি হবে', বেহালায় বিস্ফোরক মমতা

'এমএলএ হতে বলুন, হবে না, এমপি হতে বলুন, হবে না', অনুব্রতের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী।

Updated By: Aug 14, 2022, 09:04 PM IST
Mamata Banerjee: 'একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট তৈরি হবে',  বেহালায় বিস্ফোরক মমতা

প্রবীর চক্রবর্তী: 'কেষ্টকে কেন গ্রেফতার করলেন'? কী করেছিল কেষ্ট'? গোরু পাচারকাণ্ডে গ্রেফতারির পর অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিলেন, 'একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট তৈরি হবে'।

একবার কিংবা দু'বার নয়, টানা দশবার। গরু পাচারকাণ্ডে যখন নোটিশ পাঠিয়েছে সিবিআই, তখনই অসুস্থতার কারণে দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বীরভূমের 'কেষ্টদার' ঠিকানা এখন কলকাতার নিজাম প্যালেস। 

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: মেয়ের নামেও বিপুল সম্পত্তি, এবার অনুব্রত-তনয়া সুকন্যাকেও জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের!

এর আগে, যখন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়, তখন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে তৃণমূল। তাও আবার কয়েকদিনের মধ্য়েই! মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় বেহালা পশ্চিমের বিধায়ককে। এমনকী, দলে যে পদে ছিলেন, সেই 'মহাসচিব' পদটিও তুলে দেওয়া হয়েছে। অনুব্রতের ক্ষেত্রে কী হবে? বেহালায় কেষ্ট-র প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

রাত পোহালেই স্বাধীনতা দিবস। এদিন বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'যতবার ইলেকশন হয়েছে, 'ওঁকে আপনার ঘরবন্দি করে রেখে দিয়েছেন। একটা ইলেকশনেও বেরোতে পারেনি। কেষ্টকে জেলে রেখে দিয়ে কী হবে'! তাঁর আরও বক্তব্য়, 'ছেলেটা গত ২ বছর কষ্ট পেয়েছে। আমি জানি বলে তাই। ওর বউ ক্য়ানসারে মারা গিয়েছে। প্রতিদিন কলকাতা আর বোলপুর করত। পঞ্চায়েত ভোটের সময় ওর বউয়ের অপারেশনে হচ্ছে, আমাকে একদিন বলল, দিদি তোমার বউমা বলছে, তোমার পঞ্চায়েত ইলেকশন, আমাকে দেখতে হবে না। যাও,দলের কাজ কর'।

আরও পড়ুন: Sougata Roy: বিরোধীদের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি, মন্তব্যের জন্য ক্ষমা চাইতে নারাজ সৌগত

কেষ্ট কেন 'কিছু চায় না'? মমতার আক্ষেপ, 'আমি একদিন কেষ্ট বললাম, তুই তো কিছু চাস না। এমএলএ হতে বলুন, হবে না। এমপি হতে বলুন, হবে না। আমি অনেকবার বলেছি, তুই রাজ্যসভায় যা। এখন তো আমাদের রাজ্যসভার পাঠানোর ক্ষমতা হয়েছে। বলে না দিদি যাব না'।  সংবাদমাধ্য়মের বিরুদ্ধে অভিযোগ, 'সমস্যাটা কী বলুন. ওদের এজেন্সির কিছু লোক, তাদের টাকা দিয়ে পোষে। তাদের দিয়ে খবর পাচার করে। প্রথম আপনাকে বদনাম করে দিল। কেস কিছুই হল না। ওনারা বলেছে এত পাওয়া গিয়েছে। ওনারা বলেছে, এত গরু পেল। নামটা বলো না, সূত্রের মাধ্য়মে জানা গেল! হোয়াটস ইস সূত্র। সূত্র কি মলমূত্র'?  শুধু তাই নয়, ২০২৪-এ লোকসভা ভোটে বিজেপি জিতবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.