Mamata Banerjee: 'রাজ্যের কর্মীরা ব্যাঙ্কক, মালয়েশিয়া যেতে পারেন', বাজেটে DA বৃদ্ধি নিয়ে মন্তব্য মমতার

আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হবে। বিধানসভায় বাজেট ঘোষনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'সীমিত ক্ষমতার মধ্যে যা পেরেছি, করেছি। এই বাজেট কর্মসংস্থানের বাজেট। ‘আমাদের সরকারি কর্মচারীরা ব্যাঙ্কক শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটানে ঘুরতে যেতে পারেন। ১০ বছরে একবার মালয়েশিয়ায়ও যেতে পারেন।'

Updated By: Feb 15, 2023, 04:48 PM IST
Mamata Banerjee: 'রাজ্যের কর্মীরা ব্যাঙ্কক, মালয়েশিয়া যেতে পারেন', বাজেটে DA বৃদ্ধি নিয়ে মন্তব্য মমতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়-ব্যয়ের ভারসাম্য রাখাই এবার রাজ্য বাজেটের প্রধান বিষয়। আয়ের তেমন রাস্তা নেই। তাই খরচের দিকের উপরেও বিশেষ নজর রাখতে হচ্ছে সরকারকে। এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন রাজ্যের সরকারি কর্মচারীদের অতিরিক্ত ৩ শতাংশ হারে ডিএ দেবে সরকার। পেনশনভোগীরাও ওই সুবিধে পাবেন। পঞ্চায়েত ভোটের আগে ডিএ ঘোষণা হলেও বকেয়া ডিএর ব্যাপারে কোনও কথা নেই চন্দ্রিমার বাজেটে। 

আরও পড়ুন, BBC IT Raid: 'বিজেপির একটাই মতবাদ, স্বৈরাচার! ওরা হিটলারের থেকেও বেশি...'

আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হবে। বিধানসভায় বাজেট ঘোষনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'সীমিত ক্ষমতার মধ্যে যা পেরেছি, করেছি। এই বাজেট কর্মসংস্থানের বাজেট। ‘আমাদের সরকারি কর্মচারীরা ব্যাঙ্কক শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটানে ঘুরতে যেতে পারেন। ১০ বছরে একবার মালয়েশিয়ায়ও যেতে পারেন। তাঁদের এইসব সুবিধা আছে। পাঁচ বছরে একবার বাইরেও যেতে পারেন।’

উল্লেখ্য, ডিএ-র দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা জানিয়ে দিয়েছেন তাদের বকেয়া ডিএ না মেটালে নির্বাচনের কাজে তাঁরা যাবেন না। তাঁদের ওই সিদ্ধান্ত তাঁরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন। বুধবার তাদের সিদ্ধান্তের কথা মুখ্যসচিবকে জানিয়ে দেওয়া কথা রয়েছে। তবে রাজ্য ডিএ ঘোষণা করলেও সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ তাতে খুশি নয়। কারণ তাদের দাবি কেন্দ্রের হারে ডিএ। প্রসঙ্গত, আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। একইসঙ্গে এনিয়ে আন্দোলন চলছে শহিদ মিনারেও। বাজেটে পেশের পরই রাজ্যের একদল কর্মচারী রাজ্যের ডিএ ঘোষণায় প্রবল খুশি। তারা বলেন, রাজ্যের ডিএ ঘোষণায় তারা খুশি। এর জন্য মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান। অন্যদিকে, ডিএর দাবিতে যারা আন্দোলন করছেন তারা ওই ঘোষণায় খুশি নন। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর ওই ঘোষণায় আমরা খুশি নই। উনি বলেছিলেন আমরা নাকি ঘেউ ঘেউ করি। এখনও উনি আমাদের কুকুরই মনে করেন। তাই ৩ শতাংশের একটা হাড় ছুড়ে দিয়েছেন।

আরও পড়ুন, Fake MLA: ভুয়ো আইএএস, সিবিআই অফিসারের পর এবার বিধানসভাতেই ভুয়ো বিধায়ক!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.