পৌরসভা, পঞ্চায়েত ভোট ব্যালটে হোক, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কীভাবে এবারের নির্বাচনে ইভিএম কারচুপি হয়েছে, তারও ব্যাখ্যা দেন তিনি।

Updated By: Jun 18, 2019, 02:56 PM IST
পৌরসভা, পঞ্চায়েত ভোট ব্যালটে  হোক, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন:  ইভিএম-এ কারচুপি। তাই ব্যালটেই নির্বাচন করার যে ডাক দিয়েছিলেন, কাউন্সিলরদের সঙ্গে বৈঠকেও তাতে অনড় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারে নজরুল মঞ্চের বৈঠকে কাউন্সিলরদের  ভোকাল টনিকের পাশে মনোবল বাড়াতে বললেন, “এবারের নির্বাচনে ইভিএম কারচুপি হয়েছে।” তিনি ডাক দেন, “গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট দাও।”

 

কীভাবে এবারের নির্বাচনে ইভিএম কারচুপি হয়েছে, তারও ব্যাখ্যা দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবার লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত  ৩০০টি লোকসভা কেন্দ্রে ইভিএম কারচুপি হয়েছে। প্রত্যেকটি  কেন্দ্রের কমবেশি ৩০ শতাংশ বুথে ইভিএম খারাপ ছিল। তাঁর দাবি,এটি ষড়যন্ত্র ছিল। পুরনো ইভিএম বদলে যে  নতুন মেশিন আনা হয়েছে, তাতে  মকপোল হয়নি। আগে থেকেই  নাকি ভোট দেওয়া ছিল।

কারও কাছ থেকে টাকা নিয়ে থাকলে ফেরত দিন, কাউন্সিলরদের নির্দেশ মমতার

সেক্ষেত্রে আগামী পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপারে ভোট করানো হবে বলে জানান তিনি।  তিনি বলেন, “মিউনিসিপ্যালিটি নির্বাচনও দেখো নেব। আমি পারলে যাব।” পঞ্চায়েত নির্বাচনে ‘ম্যান টু ম্যান’ টিকিট দেওয়া হবে বলে জানান তিনি। কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, “ লড়তে হলে ফেস করতে শিখুম। এলাকায় ঘুরে দাঁড়ান।”

.