আমেরিকা, ইজরায়েলকে ম্যানেজ করলেও বাংলাকে পারবেন না, মোদীকে চ্যালেঞ্জ মমতার
কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপির নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় প্রস্তাব পেশ করল শাসক দল। এনআরসি নিয়ে শুক্রবার বিধানসভায় নাম না করে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করলেন, বাংলায় কোনওভাবেই এনআরসি চালু করতে দেওয়া হবে না। মমতার কথায়,'' এনআরসি করতে দেব না। আপনি আমেরিকা, ইজরায়েলকে ম্যানেজ করতে পারেন। বাংলাকে পারবেন না।''
কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপির নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ''শাসক দল অহংকারী হয়ে গনতন্ত্রের স্তম্ভগুলিকে নষ্ট করছে। ইতিহাস মেনে তো দেশ ভাগ হয়েছে। দেশের সংবিধান তৈরি হয়েছে। এমন কী হল যে গণতন্ত্রের স্তম্ভগুলি সেন্ট্রাল অ্যাভাইজারিকে চলে যাবে?'' মমতা আরও বলেন,''এনআরসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের নাম। মনমোহনের সিংয়ের কথাই বলব, রাজনৈতিক প্রতিহিংসা ছেড়ে অর্থনীতিতে মন দিন। ''
West Bengal CM Mamata Banerjee in state Assembly: All pillars of democracy- media, judiciary- all being run by central advisories. Names of genuine Indians have been excluded from NRC list. I echo Dr. Manmohan Singh's words, concentrate more on economy than political vendetta. https://t.co/jTi6HFOmlu
— ANI (@ANI) September 6, 2019
নাগরিকপঞ্জি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথাও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা উল্লেখ করে মমতার বক্তব্য, আমি নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছি। উনি এনআরসি করতে দেবেন না বলে আমায় জানিয়েছেন।''
West Bengal Chief Minister Mamata Banerjee in state Assembly: I spoke to Nitish Kumar (Bihar Chief Minister), he also said that he won't allow National Register of Citizens (NRC). (File pic) https://t.co/gBdOkQutIx pic.twitter.com/AqWMNwIWnw
— ANI (@ANI) September 6, 2019
এদিন বিধানসভায় এনআরসি বিরোধী প্রস্তাব পেশ করেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ। ওই প্রস্তাবের বিরোধিতা করে শুধুমাত্র বিজেপি। বাম-কংগ্রেস প্রস্তাবের সমর্থন করেছে। ফিরহাদ হাকিম বলেন, ''এনআরসি-র নামে অমানবিক স্বেচ্ছাচারি ব্যাপার চলছে। এখানে এনআরসি-র প্রয়োজনীয়তা নেই।''
আরও পড়ুন- মনে হচ্ছে যেন প্রথমবার চন্দ্রযান পাঠানো হল, বিধানসভায় বললেন মমতা