পুজোর আগে ও পরে মার্চের মধ্যে রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ, বড় ঘোষণা Mamata-র

যোগ্যতার ভিত্তিতেই নিয়োগপত্র দেওয়া বলে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Updated By: Jun 21, 2021, 04:10 PM IST
পুজোর আগে ও পরে মার্চের মধ্যে রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ, বড় ঘোষণা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: চলতি অর্থবর্ষ অর্থাৎ মার্চের মধ্যে রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।   

মমতা (Mamata Banerjee) জানান,''পুজোর আগে নেওয়া হবে ১৪ হাজার আপার প্রাথমিক শিক্ষক এবং ১০ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক। পুজোর পর মার্চের মধ্যে সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য সরকার।''

যোগ্যতার ভিত্তিতেই নিয়োগপত্র দেওয়া বলে স্পষ্ট করে দিয়েছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,''মেধাই পরিচয়। লবি করার প্রয়োজন নেই। যাঁরা পরীক্ষায় পাশ করেছেন তাঁরাই চাকরি পাওয়ার অধিকারী। আদালতে মামলা ছিল বলে এতদিন আটকে ছিল।''

আরও পড়ুন- BJP-কে ঠেকাতে বাম ভোট গিয়েছে তৃণমূলে, মেনে নিলেন Surjya Kanta

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.