বন্ধ একের পর এক কারখানা, দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তাও রাজ্যের শিল্প পরিস্থিতি স্বাভাবিক দাবি শিল্পমন্ত্রীর
শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে রাজ্য জুড়ে। অথচ বণিকসভার মঞ্চে দাঁড়িয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক ঘোষণা করলেন রাজ্যের শিল্প-পরিস্থিতি স্বাভাবিক। শ্রমমন্ত্রী যোগ দিলেও আলোচনায় গড়হাজির ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন।
কলকাতা: শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে রাজ্য জুড়ে। অথচ বণিকসভার মঞ্চে দাঁড়িয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক ঘোষণা করলেন রাজ্যের শিল্প-পরিস্থিতি স্বাভাবিক। শ্রমমন্ত্রী যোগ দিলেও আলোচনায় গড়হাজির ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন।
বন্ধ কারখানা খোলা তো দূর অস্ত। উল্টে রাজ্যে তালা ঝুলেছে একের পর এক কারখানায়। শিল্প নিয়ে রাজ্যের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে শাসক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এই পরিস্থিতিতেই কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলির সম্পর্ক নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল ইন্ডিয়ান চেম্বার অব কমার্স। রাজ্যের শিল্প পরিস্থিতি যেমনই হোক, মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শ্রমমন্ত্রী দাবি করলেন, সব ভালভাবেই চলছে।
আমন্ত্রিত হলেও সোমবার আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইসির নেত্রী দোলা সেন।
একদিন আগেই আসানসোলের মৃত ঠিকাদারের বাড়িতে ঘুরে এসেছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। সেই ঘটনাতেও তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। তাই সোমবারের আলোচনা সভায় শাসক দলের বিরুদ্ধে সরব হন অন্যান্য শ্রমিক সংগঠনের নেতারা।